বিজিবির অভিযানে ইয়াবার বড় চালান জব্দ, স্ত্রী আটক পলাতক চোরাকারবারি

টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা ও নগদ এক লাখ টাকার বেশি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন নারীকে আটক করা হলেও মূল অভিযুক্ত সোনা মিয়া বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আজ বুধবার (৯ জুলাই) গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে চালানো এ সাড়াশি অভিযানে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
আটক রুজিনা আক্তার (৩৯) কক্সবাজার জেলার টেকনাফ থানার হাতিয়ার ঘোনা গ্রামের বাসিন্দা। পলাতক সোনা মিয়া (৩৭) একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
আরও পড়ুনবিজিবি জানায়, আটক নারী ও উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
লে. কর্নেল আশিকুর রহমান জানান, মাদক ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন