ভিডিও মঙ্গলবার, ২০ মে ২০২৫

নেত্রকোণায় লরি উল্টে খাদে, চালক নিহত

কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে খাদে পড়ে যায়।

নেত্রকোনার কলমাকান্দায় বালু বোঝাই লরি উল্টে খাদে পড়ে চালক নিহত হয়েছে।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের আশারানী নামক এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে। 

নিহত লরি চালকের নাম নিলয় দাস (২১)। তিনি উপজেলার সদর ইউনিয়নের গুজাকুলিয়া গ্রামের যতিন্দ্র দাসের ছেলে। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

স্থানীয় ও দমকল বাহিনীর সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে লরিতে বালু বোঝাই করে উপজেলা শহরের দিকে যাচ্ছিল নিলয় দাস। পথে আশারানী নামক এলাকায় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে লরি উল্টে খাদে পড়ে যায়।

এ সময় চালক নিলয় দাস লরির নিচে চাপা পড়েন। এতে করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে খাদে লরি উল্টে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে। 

কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত নিলয় দাসের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে আঠারো দিন পর মায়ের বুকে ফিরলো ছেলে

এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবেন সৌদি বাদশাহ

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ায় ভুট্টা চাষে নীরব বিপ্লব, প্রথমবার উৎপাদন ছাড়াবে ৫শ’ কোটি টাকা

নওগাঁর ধামইরহাটে লাম্পি ভাইরাসে আক্রান্ত গবাদিপশু, আতঙ্কিত কৃষক ও খামারিরা

দুর্ভোগে নাকাল কুড়িগ্রামের উলিপুর পৌরবাসী