ভিডিও রবিবার, ২৫ মে ২০২৫

মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত সুষমা দাশ 

মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত সুষমা দাশ 

নিউজ ডেস্ক:   বার্ধক্যজনিত কারণে একুশে পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুষমা দাশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 

বুধবার (২৬ মার্চ) বিকেলে সিলেটের হাওলাদার পাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৫ বছর। বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন এই গুণী কণ্ঠশিল্পী।


পরিবারসূত্রে জানা যায়, গত ১৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান সুষমা দাশ। এরপর অবস্থার অবনতি হলে তাকে বাসাতে রাখা হয়। বর্ণাঢ্য জীবনের অধিকারী সুষমা দাশ বাউল সম্রাট শাহ আবদুল করিম, বাউল দুর্বিন শাহ, বাউল আলী হোসেন সরকার, বাউল কামাল পাশাসহ দেশের প্রবীণ শিল্পীদের সঙ্গে গান গেয়েছেন।

লোকসঙ্গীতে অবদানের জন্য ২০১৭ সালে একুশে পদকে ভূষিত হন সুষমা দাশ। এছাড়াও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন লোকসঙ্গীতের এই সাধক শিল্পী।

আরও পড়ুন

সুষমা দাশ ১৯২৯ সালে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার পুটকা গ্রামে জন্ম নেন। এই মহিয়সীর বাবা প্রখ্যাত লোককবি রশিকলাল দাশ এবং মা লোককবি দিব্যময়ী দাশ। ছয়-ভাইবোনের মধ্যে সুষমা দাশ ছিলেন সবার বড়। তার ছোট ভাই একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত রামকানাই দাশ ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতে এক মহাপুরুষ। এছাড়াও পরিবারের অনেক সদস্যই সঙ্গীতের সঙ্গে জীবনযাপন করছেন। তার মৃত্যুতে সিলেটের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আজ বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য লাশ আনা হয়। বিশিষ্ট গবেষক একুশে পদকপ্রাপ্ত সুমন কুমার দাশ জানান, সুষমা দাশের লাশ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। শ্রদ্ধা নিবেদনের পর লাশ তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লায় নিয়ে যাওয়া হবে। সেখানে শেষকৃত্য হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ব্যাংক পিএলসি.- গৌরবময় ৩০ বছরের পথচলা

স্ট্যান্ডার্ড ব্যাংকে ‘অনলাইন ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট মনিটরিং সিস্টেম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৭তম সভা অনুষ্ঠিত 

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের গাজীপুর শাখা

কুমিল্লায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ‘টাউন হল মিটিং’ আয়োজিত

আমানত সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে অবদানের জন্য ৭ জন এজেন্টকে  পুরস্কার প্রদান করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক