বগুড়ার সোনাতলায় ফুটবল কোচ জুয়েলের উপর হামলা থানায় অভিযোগ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের শারীরিক শিক্ষার শিক্ষক ও সোনাতলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও কোচ রাকিব হোসেন জুয়েলকে (৩৮) মারপিট করে গুরুতর আহত করা হয়েছে। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮টার সময় সোনাতলা বন্দর থেকে বাজার করে অটোভ্যান যোগে পৌর এলাকার গড়চৈতন্যপুর গ্রামের বাড়িতে ফেরার সময় গড়চৈতন্যপুর নতুন ব্রিজের পশ্চিম পাশে রাস্তার পাশে মুখচেনা ৭/৮ জন ব্যক্তি পূর্বের একটি ঘটনার জেরে ফুটবল কোচ জুয়েলের উপর হামলা করে মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করে।
এ বিষয়ে রাকিবের বাবা আব্দুল লতিফ মোল্লা বলেন, তার ছেলে গত ২৫ ডিসেম্বর সকাল সাড়ে আটটার সময় সোনাতলা স্টেডিয়ামে ফুটবল একাডেমির খেলোয়াড়দের প্রশিক্ষণ দিচ্ছিলেন। এসময় পার্শ্ববর্তী কাবিলপুর এলাকার রেজাউল করিম রাজুর ছেলে আল আমিন একটি মেয়ে নিয়ে মাঠের একপাশে বসে গল্প করছিলো। বিষয়টি রাকিব হোসেন জুয়েলের চোখে দৃষ্টিকটু মনে হওয়ায় সে নিষেধ করে। এ নিয়ে তাদের দুজনের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। পরবর্তীতে স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসা হলেও এ ঘটনার জের ধরে আল আমিন ও তার সহযোগিরা জুয়েলের উপর হামলা করে।
আরও পড়ুনঅপরদিকে অভিযুক্ত আলামিনের বাবা রেজাউল করিম রাজু বলেন, ওইদিন তার ছেলে নতুন বউকে নিয়ে স্টেডিয়ামে বসে গল্প করছিলো। এসময় ফুটবল কোচ তার ছেলেকে মাঠ থেকে উঠে যেতে বলে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে করে তার ছেলের সাথে রাকিবের দ্বন্দের সৃষ্টি হয়। তবে রাকিবের উপর তার ছেলে আল আমিন হামলা করেনি বলেও জানান তিনি।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী অভিযোগের কথা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।
মন্তব্য করুন