ভিডিও রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ চিকিৎসকসহ জনবল সংকট, চিকিৎসাসেবা ব্যাহত

পঞ্চগড়ের তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ চিকিৎসকসহ জনবল সংকট, চিকিৎসাসেবা ব্যাহত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ২৩জন গুরুত্বপূর্ণ চিকিৎসকসহ অন্যান্য জনবলের তীব্র্র সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্যানুযায়ী, হাসপাতালটি ২০০৫ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, জুনিয়র কনসালটেন্ট ও সহকারী সার্জনসহ ২৮জনের পদ বিদ্যমান। কিন্তু আবাসিক মেডিকেল অফিসারসহ গুরুত্বপূর্ণ ২৩ জন চিকিৎসকের পদ দীর্ঘদিন ধরে শূণ্য।

পদগুলো হলো- আবাসিক মেডিকেল অফিসার-১ জন, জুনিয়র কনসালটেন্ট (ইএনটি), জুনিয়র কনসালটেন্ট (সার্জারী), জুনিয়র কনসালটেন্ট (চুক্ষু), জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), জুনিয়র কনসালটেন্ট (অর্থো), জুনিয়র কনসালটেন্ট (কার্ডিও), জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া), জুনিয়র কনসালটেন্ট (শিশু), জুনিয়র কনসালটেন্ট (যৌন ও চর্ম), সহকারী সার্জন (আইএমও), সহকারী সার্জন(ইএমও), সহকারী সার্জন (প্যাথোলোজী), সহকারী সার্জন (এনেসথেসিয়া), এমও (হোমিও/আর্য়ুবেদিক), সহকারী সার্জন (প্যাথলজিস্ট), সহকারী সার্জ (এনেসথেটিস্ট)।

এছাড়া উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে তিরনইহাট, ভজনপুর, বাংলাবান্ধা, কালান্দিগঞ্জ, তেঁতুলিয়া ও দেবনগর ৬টি উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ কয়েক বছর যাবত কোন মেডিকেল অফিসার নাই। অপরদিকে ২য় শ্রেণির কর্মকর্তা/কর্মচারীর মধ্যে স্টার্ফ নার্স ৩ জন শূন্য ৯ জন প্রেষণে অন্যত্র কাজ করছেন।

এছাড়াও ৩য়/৪র্থ শ্রেণির কর্মচারীর মধ্যে ক্যাশিয়ার, হিসাবরক্ষক, স্টোর কিপার, মেডিকেল টেক. (ইপিআই), ফার্মাসিস্ট, মেডিকেল টেক (ভিজিও), মেডিকেল টেক রেডিও), মেডিকেল কেনিশিয়ান (ইসিজি), স্বাস্থ্য পরিদর্শক, সহ-স্বাস্থ্য পরিদর্শক-২ জন, স্বাস্থ্য সহকারী-৪ জন, কম্পাউন্ডার, অফিস সহায়ক-২ জন, নৈশপ্রহরী-২ জন, পরিচ্ছন্নতা কর্মী-৩ জন।

হাসপাতালের পরিসংখ্যানের তথ্য মতে, জুনিয়র কনসালটেন্ট এর শূণ্যপদ ৯০ শতাংশ, মেডিকেল অফিসার/সমমান ৮২.৩৫ শতাংশ, স্টার্ফ নার্স ১০ শতাংশ, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফী) ১০০ শতাংশ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ৫৫.৫৫ শতাংশ, ফার্মাসিস্ট ২০শতাংশ।

আরও পড়ুন

দেশের সর্বউত্তরের তেঁতুলিয়া উপজেলার প্রায় দুই লক্ষাধিক জনসাধারণের চিকিৎসার একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন গড়ে বহিঃর্বিভাগে প্রায় ৪ শতাধিক রোগী  এবং জরুরি বিভাগে ৫০ থেকে ১শ’ জন রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। জরুরি বিভাগে আসা রোগীর মধ্যে ২৫ থেকে ৩০জন আন্তঃবিভাগে ভর্তি থেকে চিকিৎসাসেবা নিয়ে থাকেন।

হাসপাতালে বেশি ভাগ চিকিৎসকের পদ শূণ্য থাকায় স্বল্পসংখ্যা জনবল দিলে বিপুল সংখ্যক জনসাধারণকে চিকিসেবা প্রদান করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এছাড়া হাসপাতালে কোন শিশু চিকিৎসক না থাকায় মা ও শিশু রোগীদের সঠিক চিকিৎসা সেবা নিতে প্রায় ৪০ কি.মি. দূরে আধুনিক সদর হাসপাতাল পঞ্চগড় বা ৭৫ কি. মি. দূরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়।

একইভাবে উপ-স্বাস্থ্য কেন্দ্র তিরনইহাট, কালান্দিগঞ্জ ও ভজনপুরে মেডিকেল অফিসার (এমবিবিএস) নাই। উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কোন চিকিৎসক না থাকায় সাধারণ মানুষ মৌলমানবিক অধিকারগুলোর মধ্যে অন্যতম চিকিৎসা সেবা পেতে বঞ্চিত হচ্ছে।

তেঁতুলিয়া উপজেলার সচেতন মহলের দাবি দেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলার পর্যটন শিল্পখ্যাত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুফর ভিত্তিতে গুরুত্বপূর্ণ চিকিৎসকের শূণ্যপদগুলোতে মেডিকেল অফিসার নিয়োগ দিয়ে জনসাধারণের চিকিৎসাসেবা নিশ্চিত করা হোক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মো. আশরাফুল ইসলাম বলেন, হাসপাতালের বিপুল সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসারসহ তীব্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র জনবল সংকট। তেঁতুলিয়া সম্ভাবনাময় একটি পর্যটন এলাকা এবং চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন থাকায় দেশি-বিদেশি পর্যটক অসুস্থ হলে তারাও হাসপাতালে চিকিৎসা নিতে আসে। কিন্তু স্বল্পজনবল দিয়ে হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক দম্পতি ঘুরতে বেরিয়ে প্রাণ গেল স্বামীর, আহত স্ত্রী

নারায়ণগঞ্জে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা,আটক ৫

মানিকগঞ্জে বাড়ির সীমানার বিরোধের জেরে একজন নিহত 

সাভারে ডিবি পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতাসহ ২ আটক 

মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ১

বাউফলে সরকারি জমি দখলের জেরে সংঘর্ষ, আহত ৬