বগুড়া সোনাতলায় বিএনপি’র অফিসে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট, সাবেক এমপি সাহাদারা সহ ১৪৪ আসামি
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় ৬ বছর আগে উপজেলার বালুয়া ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও লুটপাটের অভিযোগে সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নান, মেধা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাজাদী আলম লিপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এড. মিনহাদুজ্জামান লীটনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৪৪ জনকে আসামি করে সোনাতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গত ১৩ ডিসেম্বর ২০১৮ সালে সন্ধ্যা ৭ টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলায় বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নান, মেধা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাজাদী আলম লিপি, সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. মিনহাদুজ্জামান লীটন, সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের প্রচর সম্পাদক আবু বক্কর সিদ্দিক রবিউল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফিদা হাসান খাঁন টিটো, মামুনুর রশিদ সোহেল, রুহুল আমিন হিরু, আতাউর রহমান আতা, সাবেরী আলম ছোটন, ঠান্ডু মিয়া, রাজু মিয়া, অনিক হাসান, জাকির হোসেন, শাহজাহান আলী খন্দকার, ইনছের আলী, তরিকুল ইসলাম, জিহাদ হাসান, নুরে আলম লিখন, সালেহ আহম্মেদ সবুজ, আবু সায়েম, কামাল হোসেনসহ ১৪৪ জনকে আসামি করা হয়েছে । এছাড়াও মামলায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে।
আরও পড়ুনএ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী বলেন, অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে।
মন্তব্য করুন