ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

ময়মনসিংহ জাসদ নেতা সৈয়দ শফিকুল অস্ত্রসহ গ্রেপ্তার

ময়মনসিংহ জাসদ নেতা সৈয়দ শফিকুল অস্ত্রসহ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেদোয়ান হাসান সাগর হত্যা মামলার আসামি ময়মনসিংহ মহানগর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) শাখার সভাপতি ও সাবেক কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে শটগানসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তার ভাতিজা সৈয়দ রবিউল ইসলাম সজলকেও গ্রেপ্তার করা হয়।

 

গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম।

তিনি জানান, শুক্রবার রাত ১১টার নগরীর মাদ্রাসা কোয়াটার্সের নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

আরও পড়ুন

ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিন্টুকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সঙ্গে থাকা একটি শটগান জব্দ করা হয়েছে। মিন্টু ও তার ভাতিজা সজলকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী।

 

তিনি বলেন, মিন্টু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেদোয়ান হাসান সাগর হত্যা মামলার আসামি। তাকে ওই হত্যা মামলায় এবং সজলকে অন্য মামলায় আদালতে তোলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসকে ধন্যবাদ তার নির্দেশনার জন্য : মির্জা ফখরুল

কমেছে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা

কারিগরি বোর্ডে পাসের হার ৭৩.৬৩ শতাংশ

টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রমিক খুন

যে ফল হয়েছে সেটিই প্রকৃত, বাড়তি নম্বর দেওয়ার সুযোগ নেই

বেড়েছে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা