ভিডিও শুক্রবার, ১১ জুলাই ২০২৫

রংপুরে বাস-ট্রাকের সংঘর্ষে তিন বরযাত্রী নিহত

রংপুরে বাস-ট্রাকের সংঘর্ষে তিন বরযাত্রী নিহত, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : রংপুরের পীরগাছা উপজেলার দেউতি সৈয়দপুর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে তিন বরবাযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৯ জুলাই) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সান্তা রানী (৫০), অমৃতা পাল (৮০) ও হিবলু (৩৫)।

পুলিশ জানায়, হিন্দু সম্প্রদায়ের একটি বর যাত্রীবাহী বাস গাইাবান্ধা থেকে রংপুর নগরীর নজিরের হাট এলাকায় আসছিল। রাত অনুমান ২টার দিকে দেউতি সৈয়দপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে খাদের পড়ে গেলে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত হন কমপক্ষে ২০ জন। আহতদের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এ কজন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার ও আহতদের উদ্ধার করে পীরগাছা হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিক বলেন, বাসটি বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নতুন বউকে নিয়ে বাসে করে গাইবান্ধা থেকে আসছিল। বাসের চালক দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিল বিপরীত দিকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসটি রাস্তা থেকে খাদে পড়ে যায় তিন জন নিহত হন। আহতদের মধ্যে নববিবাহিত বর ও বধূ রয়েছেতাদের অবস্থা আশঙ্কামুক্ত নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির ভূমিদাতা কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকীতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে প্রার্থনা সভা

বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরেফিন গ্রেফতার

বগুড়ায় ধর্ষণের মামলায় কৃষি কর্মকর্তা জেলহাজতে

সাত মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

বগুড়ার শিবগঞ্জে আ’লীগের সাবেক সভাপতি আজিজুলের চার বছর কারাদন্ড