সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন মামলার ৭ পলাতক আসামি গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মো. শহিদুল ইসলাম, মোছা. নাজমা খাতুন, মো. নাইম হোসেন, মো. নাছিম, রেখা রাণী, মোছা. নাজমা খাতুন, মো. ইফসুফ আলী।
আরও পড়ুনতাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন বলেন, উল্লেখিত আসামিদ্বয় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাদের গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, তাড়াশে আইন-শৃঙ্খলা উন্নয়নে আমাদের এ গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন