নওগাঁর পোরশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটকৃতরা হলেন- উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত এজাজুলের ছেলে আব্দুল কাফি (৩৫) ও সোহাতি বৈদ্যপুর গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে শাহজামাল (৪০)।
জানা যায়, আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদ পেয়ে পোরশা থানা পুলিশ অভিযান চালিয়ে গোপিনাথপুর গ্রামের আব্দুল কাফির বাড়ি থেকে ৮০ পিস নেশা জাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডলসহ তাদের আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
আরও পড়ুনপোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, এ ব্যাপারে থানায় মামলা করার ও আসামিদের জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছিল।
মন্তব্য করুন