ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর লালবাগে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

রাজধানীর লালবাগে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

রাজধানীর লালবাগের জেএন শাহ রোড এলাকায় লিবার্টি ক্লাবের পাশে মো. মাহবুব আলম (৩২) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ বুধবার (১ জানুয়ারি) বিকেলের দিকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত মাহবুব লালবাগের শহীদ নগর ৮ নম্বর গলি এলাকার বাসায় মো. বজলুর রহমানের ছেলে। তিনি পেশায় অটোরিকশার চালক ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

 

নিহতের স্ত্রী ফাতেমা বেগম বলেন, ‘আমার স্বামী পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। ওই এলাকার আলমগীর, জাহাঙ্গীর ও স্বপনসহ ১০-১৫ জন আমার স্বামীকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। আমার স্বামী আগে ওদের সঙ্গে থাকত। এখন ওদের সঙ্গে না যাওয়ায় তারা তাঁকে হত্যা করেছে। যারা আমার স্বামীকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।’

আরও পড়ুন

এ বিষয়ে জানতে চাইলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাসিউনু বলেন, ‘আমরা খবর পেয়ে মধ্যরাতে মাহবুব আলমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করি। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’

ওসি আরও বলেন, ‘নিহত মাহবুব আলম ওরফে পিচ্চি মাহবুব নামে ঐ এলাকায় পরিচিত। তিনি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। তবে কে বা কারা হত্যা করেছে সে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক করল সরকার

দিনাজপুরের কাহারোলে এনজিও অফিসে চুরি

'প্লিজ ছাত্রলীগ হইয়েন না', ছাত্রদলের প্রতি ফরহাদের আহ্বান

নিখোঁজের আটদিন পর পুকুর থেকে অটোচালকের মৃতদেহ উদ্ধার

ঐশ্বরিয়ার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল, আদালতের দ্বারস্থ অভিনেত্রী

ক্যাবের নতুন সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান