কাতারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক করল সরকার

দোহায় ইসরাইলের মিসাইল হামলায় উদ্ভূত পরিস্থিতিতে কাতারে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানিয়েছে সরকার।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুনবিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং অযথা বাইরে চলাফেরা না করার আহ্বান জানানো হচ্ছে। এ বিষয়ে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি/নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো। এতে আরো জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইন বহির্ভূত।
মন্তব্য করুন