ভিডিও শুক্রবার, ১১ জুলাই ২০২৫

বিএমডিএ অফিস ঘেরাও

নওগাঁর মান্দায় গভীর নলকূপের অপারেটর নিয়োগে বাণিজ্যের অভিযোগ

নওগাঁর মান্দায় গভীর নলকূপের অপারেটর নিয়োগে বাণিজ্যের অভিযোগ। প্রতীকী ছবি

মান্দা (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মান্দায় গভীর নলকূপের অপারেটর নিয়োগে অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে বিএমডিএ’র সহকারী প্রকৌশলী এসএম মিজানুর রহমানের বিরুদ্ধে। এর প্রতিবাদ জানিয়ে আজ রোববার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিএমডিএর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন বঞ্চিতরা। ফল প্রকাশের পর থেকে বিএমডিএ মান্দা জোনের সহকারী প্রকৌশলী এসএম মিজানুর রহমান লাপাত্তা রয়েছেন। অবিলম্বে তাকে প্রত্যাহারের দাবি জানান বিক্ষোভকারীরা।

এদিকে আজ রোববার (৫ জানুয়ারি) অফিস ঘেরাও করার সংবাদ পেয়ে সটকে পড়েন বিএমডিএর সহকারী প্রকৌশলী মিজানুর রহমান। এসময় কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত ছিলেন না। অফিস সহায়ক ছাড়া আরও কাউকেই পাওয়া যায়নি।

বিক্ষোভকারীদের অভিযোগ, আবেদনের সময় প্রতিটি ফরমে ১ হাজার টাকা করে নেওয়া হয়েছে। অনেক আবেদনকারী মৌখিক পরীক্ষায় অংশ না নিলেও অপারেটর পদে নিয়োগ পেয়েছেন। চাষযোগ্য জমি না থাকলেও অর্থের বিনিময়ে নিয়োগ পেয়েছেন কেউ কেউ।

বিএমডিএ কার্যালয় সূত্রে জানা যায়, মান্দা উপজেলায় ৪৮৪টি গভীর নলকূপ রয়েছে। চলতি মৌসুমে এসব নলকূপে অপারেটর নিযোগের জন্য ১ হাজার টাকার বিনিময়ে আবেদন ফরম বিক্রি করে মান্দা বিএমডিএ কর্তৃপক্ষ। এতে ৭৬৪টি ফরম বিক্রি হয়। এর মধ্যে একক আবেদন পড়ে ২৮৯টি গভীর নলকূপে এবং ১৬৫ নলকূপের বিপরীতে আবেদন পড়ে ৪৭৫টি। ৩০টি নলকূপে আবেদন না পড়ায় সেগুলো স্থগিত রাখা হয়েছে।

আরও পড়ুন

সূত্রটি আরও জানায়, ১৬৫ নলকূপে নতুন অপারেটর নিয়োগ পেয়েছেন। স্থগিত ৩০টির বিষয়ে উধ্বর্তন কর্তৃপক্ষকে পত্র দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুয়ায়ী সেগুলোর সেচকাজ পরিচালনা করা হবে।উপজেলার বাঙালপাড়া গ্রামের কৃষক শামীম হোসেন বলেন, গভীর নলকূপের অপারেটর নিয়োগে ব্যাপক অনিয়ম ও কারচুপি করা হয়েছে। মৌখিক পরীক্ষা অংশ নেননি এমন ব্যক্তিরাও নিয়োগ পেয়েছেন টাকার বিনিময়ে। চাষযোগ্য জমি না থাকলেও অনেককেই অপরারেটর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে মান্দা বিএমডিএর সহকারী প্রকৌশলী এসএম মিজানুর রহমান মোবাইলফোনে বলেন, তথ্য সংক্রান্ত জটিলতার কারণে অনেক আবেদন বাতিল হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ না নেওয়া কাউকেই নিয়োগ দেওয়া হয়নি। তারা কী কারণে অফিস ঘেরাও করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে এটি আমার জানা নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুর পৌর শহরের অধিকাংশ রাস্তা চলাচলের অযোগ্য : জনদুর্ভোগ চরমে

বেরোবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে সুইসাইড নোট

বগুড়ার আদমদীঘিতে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি

বগুড়ার দুপচাঁচিয়ায় জোড়া হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের

জয়পুরহাটের আক্কেলপুরের গনিপুর মাদরাসায় কেউ পাশ করেনি

রাজধানীতে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা, চট্টগ্রামে বিক্ষোভ