রংপুরের কাউনিয়ায় দুই ইটভাটা মালিকের দেড়লাখ টাকা জরিমানা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : পরিবেশের কোনো ছাড়পত্র নেই, জেলা প্রশাসকের নেই অনুমতি। তারপরও অবৈধভাবে রংপুরের কাউনিয়ায় থ্রি-স্টার ও কেবি ব্রিকস ইটভাটায় ইট পোড়ানোর দায়ে দুই ইটভাটা মালিকের দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া অপরিস্কার ও বেশি দামে পণ্য বিক্রির অপরাধে দুই হোটেল ব্যবসায়ী মালিকের ও এক সবজি দোকানি মালিকের ২ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার টেপামধুপুর ও বেইলিব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে এসময় নেতৃৃত্ব দেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার মো. লোকমান হোসেন। এসময় তার সাথে ছিলেন কাউনিয়া থানার এসআই মোকছেক আলীসহ থানা পুলিশের টিম।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন জানান, বেইলিব্রিজ এলাকায় থ্রি-স্টার এবং টেপামধুপুর এলাকায় কেবি ব্রিকস ইটভাটা মালিকের পরিবেশের কোনো ছাড়পত্র নেই। ইট পোড়ানোর জন্য নেই জেলা প্রশাসকের অনুমতি। অথচ অবৈধভাবে ইট পোড়ানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুইটি ইটভাটায় অভিযান চালানো হয়।
আরও পড়ুনভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এসময় থ্রি-স্টার ইটভাটা মালিকের ৫০ হাজার এবং কেবি ব্রিকস ইটভাটা মালিকের ১ লাখ টাকা করা হয়। থ্রিস্টার ও কেবি ব্রিকস ইটভাটা মালিকদের দ্রুত সময়ে বৈধ কাগজপত্র করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী সময়ে বৈধ কাগজপত্র দেখাতে না পারলে অবৈধ ইটভাটা দুইটি বন্ধ করে দেওয়া হবে।
তিনি আরও জানান, এছাড়াও বেইলিব্রিজ বাজার এবং উপজেলা সদর মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরিস্কারের অপরাধে দুই হোটেল ব্যবসায়ী দেড় হাজার ও বেশি দামে সবজি বিক্রির অপরাধে এক সবজি দোকানির ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন