ভিডিও মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫

বাংলাদেশি-ভারতীয় জেলেদের হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশি-ভারতীয় জেলেদের হস্তান্তর সম্পন্ন

ভারতে আটক থাকা বাংলাদেশের ৯০ জেলে/নৌকর্মী এবং বাংলাদেশে আটক ভারতীয় ৯৫ জেলে/নৌকর্মীকে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আজ রোববার (৫ জানুয়ারি) দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ কোস্টগার্ড ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মীকে গ্রহণ করে এবং ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মীকে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। একইসঙ্গে দুদেশের আটক নৌযানগুলোর হস্তান্তরও সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ভেসেল ফেরত আনা হয়েছে। অন্যদিকে, ভারতের ছয়টি ফিশিং বোট ফিরিয়ে দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য অধিদফতর ও বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ কোস্টগার্ডের মাধ্যমে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

আরও পড়ুন

আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশি জেলে ও নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেলসহ চট্টগ্রামের পথে রওনা হয়েছেন এবং সোমবার (৬ জানুয়ারি) চট্টগ্রামে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। প্রত্যাবাসিত জেলে ও নৌকর্মীদের পরিবারের সদস্যগণ চট্টগ্রামে তাদের গ্রহণ করবেন এবং এর মাধ্যমে প্রত্যাবাসন কার্যক্রম সমাপ্ত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান ফটকে ‘বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানালেন তিতুমীর শিক্ষার্থীরা

ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন ইংলিশ ওপেনার রয়

আল্লুর পর রামচরনের অনুষ্ঠানে নিহত ২

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাইক্রোবাসের পাঁচ যাত্রীর 

বাউন্ডারি বড় চাইলেন তামিম 

‘৫ আগস্টের পর সরকার না থাকায় অনেকেই দেশ ত্যাগের সুযোগ পেয়েছেন’