ভিডিও বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

‘বাংলাদেশের মানুষ ক্রিকেটকে অনেক ভালোবাসে’

‘বাংলাদেশের মানুষ ক্রিকেটকে অনেক ভালোবাসে’, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা বোলারদের একজন এখন শাহীন আফ্রিদি। বাঘা বাঘা সব ব্যাটারদের বল হাতে খাবি খাইয়েছেন ক্যারিয়ারের এতটা দূর পর্যন্ত। চলমান বিপিএলে খেলতে এসেছেন শাহীন। বর্তমানে পাকিস্তানের এই পেসার রয়েছেন সিলেটে, খেলছেন ফরচুন বরিশালের হয়ে। গতকাল দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচ জয়ের ডর এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানে কথা প্রসঙ্গে শাহিন আফ্রিদি প্রশংসায় ভাসান টাইগার পেসারদের। শাহীন বলেন, ‘আমার মনে হয় তাদের বেশ ভালো পেস আক্রমণ রয়েছে। (নাহিদ) রানা আছে, সে অনেক গতিশীল। তাকে এই শক্তিটা ধরে রাখতে হবে। লাল বলের ক্রিকেট আরও খেললে সে আরও পরিণত হবে। তাসকিন (আহমেদ) রয়েছে, সে দলের পেস ইউনিটের নেতা। আরও একজন আছে তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, এবাদত হোসেনও ছিল, যে কিনা চোটে ছিল। সে এখন সেরে উঠছে। ফলে আমার মনে হয় তাদের বেশ ভালো বোলিং ইউনিট রয়েছে।’

আরও পড়ুন

বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসার নিয়ে শাহীন জানান, ‘এখনও পর্যন্ত (বিপিএল) দারুণ উপভোগ করছি। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে অনেক ভালোবাসে। মাঠে দেখবেন দর্শকে ঠাসা থাকে। অনেক সাপোর্ট থাকে। ফলে বেশ ভালো সময় যাচ্ছে এবং অবশ্যই তামিম (ইকবাল) ভাইয়ের সাথে।’ঢাকায় ছিল রানের বন্যা। সিলেটেও প্রথম দিনে রান হলো বিস্তর। দুই স্টেডিয়ামের পিচ নিয়ে শাহীনের মন্তব্য, ‘এই উইকেট আগের মিরপুরের চেয়ে ভিন্ন। কম বাউন্স এখানে। সুইংও কম। ফলে টাইট বোলিং করে যেতে হবে। গতকাল কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে। বোলিং ফিল্ডিং করা হয়েছে। ফলে ভালোভাবেই বুঝতে পেরেছিলাম যে আজকে কী করতে হবে।’তবে বাংলাদেশে এসে এখন পর্যন্ত বল হাতে চিরচেনা বিধ্বংসী রূপ দেখানো হয়নি শাহিন আফ্রিদির। বরিশালের হয়ে সেই ধার নেই শাহিনের বোলিংয়ে। এই নিয়ে চাপে আছেন কি না এমন প্রশ্নে বললেন, ‘(হাসি) আসলে আমার কোনো চাপ নেই। অতীতে কী হয়েছে, ভবিষ্যতে কী হবে এসব নিয়ে আমি ভাবি না। আমি শুধু বর্তমান নিয়ে ভাবি। উইকেট না নিলেও সমস্যা নেই, আমি প্রসেস ধরে রাখার পক্ষে।’শাহিন আফ্রিদি এরপরে আরও যোগ করেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আসলে উইকেট পাওয়াটা আপনার হাতে নেই। কারণ অনেক জায়গায় ছোট বাউন্ডারিতে ভালো উইকেট থাকে। ফলে প্রসেস ফলো করে যেতে হবে শুধু। এটাই করেছি আমি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

মোবাইল ১০০ টাকা রিচার্জে ৪৪ টাকা ব্যবহার করতে পারবে গ্রাহক

বডি শেমিং নিয়ে হতাশায় ভুগছিলেন দীঘি

দ্বি-স্তরের টেস্ট কাঠামো নিয়ে মুমিনুলের হতাশা

এই প্রথম অস্কারে সেরা ছবির দৌড়ে বাংলা সিনেমা

জুনের শেষ সপ্তাহে চলতি বছরের এইচএসসি পরীক্ষা