ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

নাটোরের বড়াইগ্রামে মাছ মারা মামলায় চেয়ারম্যানসহ ২ জনের জামিন নামঞ্জুর

নাটোরের বড়াইগ্রামে মাছ মারা মামলায় চেয়ারম্যানসহ ২ জনের জামিন নামঞ্জুর। প্রতীকী ছবি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় লিজ দেয়া পুকুরে মাছ মারার বিষয়ে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৬০) ও আব্দুল আওয়ালের (৪০) জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আব্দুর রহিমের দায়ের করা মামলায় গত সোমবার বড়াইগ্রাম আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জামিন না মঞ্জুর করেন। আবুল কালাম আজাদ উপজেলার জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আবুল কালাম আজাদ উপজেলার দিঘইর গ্রামের মৃত লব প্রামাণিকের ছেলে এবং আব্দুল আওয়াল বর্ণি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

মামলার আরজি সূত্রে জানা যায়, উপজেলার বর্ণি গ্রামের আব্দুর রহিম একই গ্রামের আব্দুল আওয়ালের একটি পুকুর পাঁচ বছর মেয়াদি ৭ লাখ টাকা চুক্তিতে ২০২১ সালে লিজ নেয় ও প্রথম বছর ১ লাখ ৪০ টাকা পরিশোধ করে।

আরও পড়ুন

পরবর্তীতে ২০২২ সালে আব্দুল আওয়াল লিজ চুক্তি ভঙ্গ করে পুকুর বেদখলের অভিযোগ এনে  ২০২৪ সালের অক্টোবর মাসে আব্দুর রহিম ৯ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলায় জামিন নিতে ৭ জন আদালতে হাজির হলে উক্ত দুইজনের জামিন নামঞ্জুর হয় ও অপর ৫ জনের জামিন মঞ্জুর হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতের নির্দেশে ৫ বছর পর ফ্ল্যাট থেকে উদ্ধার হলেন গৃহকর্মী

রেললাইনের পাশে থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আজ বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় টি-টোয়েন্টি 

জো বাইডেন ক্যানসারে আক্রান্ত, ছড়িয়ে পড়ছে দ্রুত

বাংলাদেশ সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি

নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ