যশোরের দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
নিউজ ডেস্ক: যশোর মনিরামপুরে কালিবাড়ি-মনোহরপুর সড়কের বকুলতলা নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের চালক মুস্তাফিজ রহমান (২৫)।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ হোসেন কেশবপুর উপজেলার পাঁজিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। আহত মুস্তাফিজ মণিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের আহাদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, সন্ধ্যায় দ্রুত গতিতে একটি মোটরসাইকেল কালিবাড়ির দিক থেকে মনোহরপুরের দিকে ও অপর একটি মোটরসাইকেল মনোহরপুরের দিক থেকে মনিরামপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বকুলতলা পলাশের ঘেরের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়ে মোটরসাইকেল দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
আরও পড়ুনএ সময় মোটরসাইকেল দুটির দুই চালক রাস্তার ওপর ছিটকে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালিবাড়ি মোড়ে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে আসেন। পরে মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠান।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, “আহত দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়েছে।”
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, “দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।”
মন্তব্য করুন