ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

পরকীয়ার জেরে স্বামী হত্যা: স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড

পরকীয়ার জেরে স্বামী হত্যা: স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক:  ঢাকা জেলার আশুলিয়ার পরকীয়া প্রেমের জেরে ইলিম সরকারকে হত্যার দায়ে স্ত্রী মোছা. সুলতানা আক্তার কেমিলিকে যাবজ্জীবন এবং তার প্রেমিক রবিউল করিম পিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম ।

রোববার (১২ জানুয়ারি) এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে একলাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এছাড়া অপর আসামি (পিন্টুর বন্ধু) সাইফুল ইসলাম ওরফে ইউসুফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় ইউসুফ আদালতে হাজির ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

মামলা সূত্রে জানা যায়, ইলিম সরকারের স্ত্রী সুলতানা আক্তার পিন্টুর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। ইলিম সরকার তা জেনে ফেললে সুলতানা আক্তারের পরিকল্পনায় ২০২১ সালের ২৮ মার্চ রাতে পিন্টু ও ইউসুফ আশুলিয়ার কাঠগড়ার সরকার বাড়িতে ইলিম সরকারকে ছুরিকাঘাতে হত্যা করে। 

এ ঘটনায় ওইদিনই ভিকটিমের বাবা হাজি ফসল হক সরকার আশুলিয়া থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে পিবিআই ২০২২ সালের ২৯ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২৩ সালের ১৬ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৯ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন। আসামিদের পক্ষে চারজন সাফাই সাক্ষ্য দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন : আলোচনায় এগিয়ে যারা

কুড়িগ্রামের নীলকুমর নদীর ওপর বাঁশের সাঁকো

বগুড়ায় হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

সাক্ষরতার পাশাপাশি অক্ষরজ্ঞান ও পড়াশোনার দক্ষতা অর্জন করতে হবে : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বগুড়ার ডিসি

পরিবেশবাদী সংগঠন তীর’র আয়োজনে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন

রংপুরের সাবেক জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক