ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

যৌতুকের দাবিতে নববধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা

যৌতুকের দাবিতে নববধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা

নিউজ ডেস্ক: সাতক্ষীরায় সদর উপজেলার ঝাড়ডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে  যৌতুকের দাবিতে নববধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। সকালে স্থানীয় জনতা অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

নিহত মোছা. খাদিজা খাতুন (১৯) সাতক্ষীরা সদর উপজেলার নারায়নজোল গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে। অভিযুক্ত আমিরুল ইসলাম (২৩) একই উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামের এলাহী বক্সের ছেলে। 

নিহতের আত্মীয় নারায়নজল গ্রামের মনিরুল ইসলাম জানিয়েছেন, মাত্র তিন মাস আগে আমিরুল ইসলামের সঙ্গে খাদিজা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে আমিরুল শ্বশুরের কাছ থেকে যৌতুকের ২ লাখ টাকা আনার জন্য খাদিজা খাতুনের ওপর চাপ প্রয়োগ করতে থাকে। খাদিজা টাকা আনতে বাবার বাড়ি যেতে রাজি না হওয়ায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে আমিরুল। এ ঘটনার জের ধরে মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে আমিরুল লাঠি দিয়ে তার স্ত্রী খাদিজার মাথায় আঘাত করে। খাদিজা মাটিতে লুটিয়ে পড়লে মুখে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে আমিরুল। 

আরও পড়ুন

তিনি জানান, এ ঘটনার পর আমিরুল উন্মাদের মতো হয়ে যায়। মঙ্গলবার সকালে বাড়ি আসবাবপত্র ভাঙচুর করতে থাকে সে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জনতা আমিরুলকে ঘরের মধ্যে আটকে রাখে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ আমিরুল ইসলামকে আটক করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার, এনসিপিতে পুনর্বহাল

সরকারের যে আপত্তিতে পদত্যাগ করলেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী 

খালেদা জিয়ার সঙ্গে আজ দেখা করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার 

ডাকসু নির্বাচন : এজিএস পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পাঁচ প্রার্থী, কৌশল নাকি অসন্তোষ?

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক