ভিডিও শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

ভারত চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করতেই মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে : নুরুল হক নুর

ভারত চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করতেই মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে : নুরুল হক নুর

নাগেশ্বরী (কুড়িগ্রাম) ও রংপুর প্রতিনিধি : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ভারত তাদের চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করতেই আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী কলেজ মাঠে গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, তারপরও ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করায় আমরা তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তারা প্রতিবেশী একটি বৃহৎ রাষ্ট্র। তবে তাদের মন অতটা বৃহৎ নয়। আমাদের ফেলানীকে সীমান্তে তারা গুলি করে মেরেছে। ভারতীয় হাইকমিশনের সামনের সড়কের নাম ফেলানী সড়ক রাখা হয়েছে। এতে করে তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ  যতবারই এদেশে আসবেন ততবারই তাদের চোখের সামনে এ চিত্র ভেসে উঠবে।

তিনি আরও বলেন, ভারতের প্রতি আমাদের পরিস্কার বার্তা, আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। এটি রক্ষায় দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে। এক পর্যায়ে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে বিন ইয়ামিন মোল্লাকে পরিচয় করিয়ে দেন।

আরও বক্তব্য রাখেন- ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হোসেন, উচ্চতর পরিষদ সদস্য নুরে এরশাদ সিদ্দিকী, রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ প্রমুখ।

সমাবেশ শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা কলোনিটারী গ্রামে ফেলানীর কবর জিয়ারত করতে যান গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। এদিকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর আজ শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সিটি বাজার এলাকায় রংপুর জেলা ও মহানগরের দলীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন।

আরও পড়ুন

এসময় তিনি বলেন, শুধুমাত্র নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি। রাষ্ট্র পুনর্গঠন, সংস্কার এবং মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক মানবিক এবং জনআকাঙ্খার বাংলাদেশ বিনির্মাণের জায়গা থেকেই গণঅভ্যুত্থান হয়েছে। তাই অধিকাংশ সংস্কার বাস্তবায়নের পরই সরকার নির্বাচনের দিকে হাঁটবেন। তবে সরকারকে গতিশীল করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, গত দেড় দশকে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দুঃশাসন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সংকটে ফেলেছিল। যার কারণেই জুলাই গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। তাই এই গণঅভ্যুত্থানের আইনি রাজনৈতিক ও সাংবিধানিক সকল প্রকারের বৈধতাদানের জন্যই জুলাই ঘোষণাপত্র দরকার।

এছাড়াও পুরোনো বন্দোবস্ত জিইয়ে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে উল্লেখ করে নূর বলেন, এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। আওয়ামী লীগ আর কখনই মাথা তুলে দাঁড়াতে পারবে না, দেশের জনগণ সেই সুযোগ দেবে না। এসময় পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সদস্য হানিফ খান সজিবসহ জেলা ও মহানগর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যাট-শুল্কের চাপ নয়

বগুড়ায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে শিশুরোগী মৃত্যুর সংখ্যা বাড়ছে

ভারত চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করতেই মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে : নুরুল হক নুর

দিনাজপুরের কাহারোলে কাঠের তৈরি ফার্নিচারের কদর দিন দিন বাড়ছে

কৃষক বাঁচলে দেশ বাঁচবে