ভিডিও শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

দিনাজপুরের কাহারোলে কাঠের তৈরি ফার্নিচারের কদর দিন দিন বাড়ছে

দিনাজপুরের কাহারোলে কাঠের তৈরি ফার্নিচারের কদর দিন দিন বাড়ছে। ছবি : দৈনিক করতোয়া

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে কাঠের তৈরি ফার্নিচারের কদর ও জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। স্বল্প দাম, উন্নত কাঠ ও রকমারি ডিজাইন বা মডেলের এসব ফার্নিচার বাজারজাত হতে দেখা যাচ্ছে। উপজেলার গরিব জনগোষ্ঠী মানুষজন তারাও স্বচ্ছল পরিবারের মানুষের মাঝে দিন দিন বাড়ছে এর কদর বা জনপ্রিয়তা।

এর ফলে অত্র উপজেলার তৈরি ফার্নিচারের বাজার উপজেলা সদরসহ বিভিন্ন গ্রাম-গঞ্জের হাট-বাজার গুলোতে বিক্রি করতে দেখা যাচ্ছে। এ কাজের সাথে সংশ্লিষ্ট কয়েক হাজার পরিবারের জীবিকা নির্বাহ হচ্ছে। 
কয়েকজনন ফার্নিচার কারখানা মালিকের সাথে কথা বলে জানা গেছে, ৮০ এর দশেেকর আগে থেকেই কাঠের তৈরি ফার্নিচারের ব্যবহার শুধুমাত্র বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং ৯০ দশকের পরে বাজারে বিকল্প লোহা ও স্টীলের ফার্নিচার বাজারে এলে কাঠের তৈরি ফার্নিচার তৈরি ও বিক্রিতে চরম ধস নেমে আসে।

এতে করে কাঠের তৈরি ফার্নিচারের কারিগরসহ এ পেশার সাথে জড়িত লোকজন কর্মহীন হয়ে পড়ে। দেখা গেছে, জীবিকার তাগিদে অনেকেই বিভিন্ন পেশায় যোগ দিয়েছেন। আবার পারটেক্সের আসবাবপত্রের চাহিদা দেখে কাহারোল উপজেলা সদরে ৫০ টির অধিক কাঠের ফার্নিচার কারখানা গড়ে উঠেছে। এসব ফার্নিচার কারখানা থেকে উপজেলা ও জেলার বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়ে থাকে।

আরও পড়ুন

এছাড়াও এই উপজেলার হাট-বাজারগুলোতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায় ফার্নিচার দোকানের মালিক বা কারিগরেরা। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) উপজেলার বিভিন্ন জায়গায় সরেজমিনে ঘুরে দেখা ও জানা গেছে, কারখানাগুলোতে সকাল থেকে শুরু করে রাত ১০/১১ টা পর্যন্ত কাঠের বিভিন্ন আসবাবপত্র তৈরি করছে কারিগররা।

আসবাবপত্রের মধ্যে রয়েছে টেবিল, চেয়ার, আলমারি, দরজা, জানালা, খাট, টি-টেবিল, ডাইনিং টেবিল, আলনা, বেঞ্চসহ অন্যান্য সামগ্রী। এসব আসবাবপত্রের দাম কম হওয়ায় সাধারণ দরিদ্র মানুষজনেরা স্থানীয় হাট-বাজারগুলো থেকে ক্রয় করে নিজ বাড়িতে নিয়ে গিয়ে তা ব্যবহার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যাট-শুল্কের চাপ নয়

বগুড়ায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে শিশুরোগী মৃত্যুর সংখ্যা বাড়ছে

ভারত চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করতেই মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে : নুরুল হক নুর

দিনাজপুরের কাহারোলে কাঠের তৈরি ফার্নিচারের কদর দিন দিন বাড়ছে

কৃষক বাঁচলে দেশ বাঁচবে