ভিডিও বুধবার, ২৩ জুলাই ২০২৫

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অতিথি তালিকায় নেই মোদি 

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অতিথি তালিকায় নেই মোদি, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অতিথির তালিকায় বিশ্বের অনেক নেতার নাম থাকলেও নেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে অতিথি তালিকায় মোদির নাম নাম না থাকার বিষয়টি উঠে আসে।

আগামী সোমবার (২০ জানুয়ারি) শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দ্বিতীয় বারেরমত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে আমন্ত্রণ পেলেও তালিকায় স্থান হয়নি বন্ধু দাবি করা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নেই আমন্ত্রিত অতিথিদের তালিকায়। তার শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

অতিথি তালিকায় মোদির নাম না থাকার প্রশ্নে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তিক সরাসরি উত্তর না দিয়ে বলেন, কাদের আমন্ত্রণ জানানো হয়েছে এই তালিকা এখনও দেখিনি। তবে দুই দেশের সম্পর্ক খুবই ভালো। সম্পর্ক অবনতি হওয়ার মতো এখনও তেমন কিছু ঘটেনি। 

আরও পড়ুন

ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় ওপরের সারিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইর নাম রয়েছে। এর মধ্যে মিলেই এক মাস আগেই নিশ্চিত করেছেন, তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত: আইন উপদেষ্টা

হাসপাতালে আহতদের দেখতে গেলেন বিমানবাহিনী প্রধান

বগুড়ার শাজাহানপুরে বহিরাগতদের মারপিটে গোহাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহত

সিরাজগঞ্জে ৫০০ বছরের পুরানো জয়সাগর’ দিঘীটি ঐতিহ্য হারাচ্ছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই সদস্য গ্রেফতার

বগুড়ায় তিন বছরে মাছের উৎপাদন বেড়েছে প্রায় ১ হাজার ২শ’ মেট্রিক টন