পাঁচ গ্রামের মানুষ চরম দুর্ভোগে
দিনাজপুরের বোচাগঞ্জে বন্যায় ভেঙ্গে যাওয়া ব্রিজটি পুন:নির্মাণ হয়নি
![](https://dailykaratoa.com/public/images/2025-01/09_original_1737212773.jpg)
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়য়া গ্রামে তুলাই খালের উপর নির্মিত ব্রীজটি ৮ বছর আগে বন্যার স্রোতে ভেঙ্গে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে ৫ গ্রামের মানুষ। গত ১৭ সালে বন্যায় ভেঙ্গে যাওয়ার পর থেকে বড়য়া, মালগাঁও, নেহালগাঁও, বিষ্টপুর, বড়গাঁও গ্রামের সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
বন্যার স্রোতে ব্রিজটি ভেঙ্গে যাওয়ার পর ওই পাঁচ গ্রামের সাথে উপজেলার প্রধান সড়কের পুলহাটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসব গ্রামের কয়েক হাজার মানুষ এই সড়কটি দিয়ে স্বল্প সময়ে উপজেলার গঙ্গাপুর মেইন সড়কে যুক্ত হয়ে জেলা শহর দিনাজপুর সহ বিভিন্ন স্থানে যাতায়াত করতো। কিন্তু ৮ বছর পুর্বে ব্রিজটি ভেঙ্গে যাওয়ার পর থেকেই হাজার হাজার মানুষকে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার ঘুরে উপজেলা শহর বা জেলা শহরে যেতে হচ্ছে।
এতে করে সময় ও খরচ বেশি দুটোরই ব্যয় বেশি হচ্ছে পথচারীদের। বড়য়া গ্রামের বাসিন্দা মোঃ শাহিনুর ইসলাম জানান, বড়য়া সহ পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ ব্রীজটি পার হয়ে এই সড়ক দিয়ে সহজেই বিভিন্ন স্থানে যাতায়ত করতো। এখন পর্যন্ত ওই স্থানে নতুন করে ব্রিজ নির্মান না হওয়ায় চরম দূর্ভোগের কারন হয়ে দাঁড়িয়েছে। ভেঙ্গে যাওয়া ব্রিজের উভয় পার্শ্বে পাকা সড়ক থাকলেও শুধুমাত্র ব্রিজটির অভাবে রাস্তাাটি নিয়ে বিপাকে স্থানীয়রা।
আরও পড়ুনবোচাগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর জানান, বড়য়া গ্রামের ভেঙ্গে যাওয়া ব্রিজটি নতুন করে নির্মান করার জন্য একটি প্রস্তাব মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন