ভিডিও সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

ঘরের মাঠে হারের হ্যাটট্রিক ম্যানইউ’র

ঘরের মাঠে হারের হ্যাটট্রিক ম্যানইউ’র,

স্পোর্টস ডেস্ক : শক্তিমত্তায় ম্যানইর চেয়ে খুব বেশি এগিয়ে নেই ব্রাইটন। তবুও ম্যানইউর ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সর্বশেষ ৩ ম্যাচের সবগুলোতেই জিতেছে তারা। নিজেদের মাঠে হ্যাটট্রিক হার হজমের পাশাপাশি ব্রাইটনের বিপক্ষে সর্বশেষ ৭ ম্যাচের ৬টিতেই হেরেছে ম্যানইউ।

রোববার ব্রাইটনের কাছে ৩-১ গোলে হেরেছে ম্যানইউ। ৫ মিনিটে গোল করেন ব্রাইটনের ইয়ানকুবা মিনটে। ২৩ মিনিটে সফল পেনাল্টি কিকে ম্যানইউকে ১-১ সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। ৬০ মিনিটে কাউরো মিতোমার গোলে ফের লিড নেয় ব্রাইটন। ৭৬ মিনিটে জর্জিনিও রুথারের গোলে ব্যবধান ৩-১ করে সফরকারীরা। এতে ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিক ম্যানইউ। রোববার মোটেও ছন্দে ছিলেন না ম্যানইউ গোলরক্ষক আন্দ্রে ওনানা। ব্রাইটনের খেলোয়াড়দের সহজ শটগুলোও ফেরাতে ব্যর্থ হন তিনি।

আরও পড়ুন

দুর্দান্ত জয়ে টেবিলের নবম স্থানে উঠেছে ব্রাইটন। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে ম্যানইউ। ম্যাচের পর ম্যানইউ কোচ রুবেন অ্যামোরিম বলেন, ‘ঘরে মাঠে আরেকটি হার। এটা মেনে নেওয়ার মতো নয়; যেভাবে আমরা গোল হজম করেছি। আমরা ফুটবল খেলতে পারি কিন্তু কম সময়ে সেটা ধারাবাহিকভাবে পারিনি। আমরা নার্ভাস হয়ে যাই এবং তারপর আমরা একটি গোল হজম করি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

স্রোতস্বিনী গাজনার বিলে মাছের পরিবর্তে পেঁয়াজ চাষ

হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা শাহজালাল বিমানবন্দরের

বগুড়ায় ওহেদ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 

দিনাজপুরে ৮০৫৫ হেক্টর জমিতে তৈরি হচ্ছে বীজতলা, চলছে বোরো রোপণের প্রস্তুতি 

দেশ গড়তে নেতৃত্ব বাছাইয়ে যে বার্তা দিলেন তারেক রহমান