ভিডিও সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস নাইজেরিয়ার

নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস নাইজেরিয়ার,ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ফুটবল এবং অলিম্পিকের বিভিন্ন ইভেন্টে নাইজেরিয়াকে দেখা যায় নিয়মিত। কিন্তু ক্রিকেট মাঠে নাইজেরিয়া একেবারেই অপরিচিত। প্রথমবারের মতো সেই দেশটির ক্ষুদে নারী ক্রিকেটাররা এসেছেন আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে। আর প্রথম আসরেই বড় এক অঘটনের জন্ম দিয়ে ফেলেছে তারা। নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তারা হারিয়ে দিয়েছে ২ রানের ব্যবধানে। নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়টা তুলে নিয়েছে দলটা। প্রথম দুই ম্যাচ শেষে এখনো তারা বিশ্বকাপে অপরাজিত! 

মালয়েশিয়াতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটা নেমে আসে ১৩ ওভারে। শুরুতে ব্যাট করতে নেমে নাইজেরিয়া অধিনায়ক পিটি লাকি আর লিলিয়ান উডের অবদানে ভর করে ৬ উইকেট খুইয়ে তোলে ৬৫ রান। পিটি লাকি করেছেন ১৮ রান। আর ২৫ বলে ১৯ রান লিলিয়ান উডের। জবাবে নিউজিল্যান্ডের ওপেনার কেট আরউইন ফিরে যান একেবারে ইনিংসের প্রথম বলে। অন্য ওপেনার এমা ম্যাকলয়েড সে ওভারের তৃতীয় বলে আউট হন উসেন পিসের শিকার হয়ে। ইভ ওল্যান্ড, আনিকা টডেরা মোটামুটি রানের দেখা পেলেও ডট বলের কারণে চাপ বেড়েছে বারবার। মাঝে ১৭ রানের ব্যবধানে ৩ উইকেট চলে গেলে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। শেষ দুই ওভারে দলটার দরকার ছিল ১৭ রান। সে ওভারে নিউজিল্যান্ড অধিনায়ক টাশ ওয়েকেলিনের ব্যাটে আসে ৮ রান। শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল তাদের। তবে উদেহর ওভারে ৬ রানের বেশি তুলতে পারেনি কিউইরা। শেষ পর্যন্ত ২ রানের জয় পায় নাইজেরিয়া।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় নেটিং পদ্ধতিতে বেগুন চাষ

সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

স্রোতস্বিনী গাজনার বিলে মাছের পরিবর্তে পেঁয়াজ চাষ

হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা শাহজালাল বিমানবন্দরের

বগুড়ায় ওহেদ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 

দিনাজপুরে ৮০৫৫ হেক্টর জমিতে তৈরি হচ্ছে বীজতলা, চলছে বোরো রোপণের প্রস্তুতি