ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

বগুড়ার সান্তাহারে ট্রেনের নিচে কাটা পড়ে অবসরপ্রাপ্ত রেল কর্মচারীর মৃত্যু

বগুড়ার সান্তাহারে ট্রেনের নিচে কাটা পড়ে অবসরপ্রাপ্ত রেল কর্মচারীর মৃত্যু। প্রতীকী ছবি

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার পৌরসভার পোঁওতা গ্রামের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে মজিবর সরদার (৬৮) নামে এক অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে আসে। নিহত মজিবর সরদার নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের খয়রাবাদ গ্রামের বাসিন্দা। সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, ঘটনার সময় মজিবর সরদার রেললাইনের পাশে বসে ছিলেন। কানে ভাল শুনতে না পারার কারণে তিনি ট্রেনের শব্দ শুনতে পাননি। এ কারণে তিনি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে সাস্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ডিবি পুলিশের উপর মাদক কারবারীদের হামলা 

‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী 

নরওয়ের মন্ত্রীকে ফোন করে নোবেল পুরস্কার চেয়েছেন ট্রাম্প

আল বটর বাহিনী ধর্মকে বিক্রি করছে: আমিনুল হক

বগুড়ার কাহালুতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা আহত

রংপুরে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী