ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

ফেসবুকে ভুয়া তথ্য প্রচার বন্ধে মেটার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগের সঙ্গে এক বৈঠকে

বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে ভুয়া তথ্য ও গুজব রোধে কার্যকর পদক্ষেপ নিতে মেটার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। সংবাদমাধ্যম বাসস-এর বরাতে এ তথ্য জানা গেছে।

অধ্যাপক ইউনূস অভিযোগ করেন, সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠ ধনী ব্যক্তি ও রাজনীতিবিদরা তার শাসনামলে দেশের বিপুল সম্পদ লুট করেছে এবং এখন সেই সম্পদ ব্যবহার করে বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

ইংল্যান্ডের সাবেক উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ বলেন, বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ হিসেবে গুরুত্বপূর্ণ। তিনি জানান, ফেসবুক বাংলাদেশে তথ্য যাচাই কার্যক্রম জোরদার করবে এবং ডিজিটাল যাচাইয়ের জন্য ব্যবহারকারীদের সম্পৃক্ত করার পদ্ধতি খুঁজবে, যা উইকিপিডিয়ার মডেলের মতো।

আরও পড়ুন

বৈঠকে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট জানান, ফেসবুকের তথ্য যাচাই বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে প্রযোজ্য হলেও এটি বাংলাদেশ ও ইউরোপে প্রযোজ্য হবে না। তিনি আরও বলেন, মেটা বাংলাদেশে সাইবার সিকিউরিটি আইন প্রণয়নে বিশেষজ্ঞ মতামত দিতেও প্রস্তুত।

ক্লেগ উল্লেখ করেন, তাদের নতুন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এআই, এলআইএএমএ, স্বাস্থ্যসেবা, কৃষি এবং শিক্ষার ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। অধ্যাপক ইউনূস বাংলাদেশে এলআইএএমএ-র ওপর এক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।

বৈঠকে মেটার পলিসি প্ল্যানিং ডিরেক্টর প্রবীর মেহতা, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ, এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রংপুরে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের গুলি ছোঁড়া  অনুশীলনের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

ফিরছেন দীপিকা