নাটোরের গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলার হাটিকুমরুল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার মহাসড়কে পৃথক ঘটনায় দুইজন নিহত হয়। গতকাল সকালে নয়াবাজার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলম নামে ট্রাকের এক যাত্রী নিহত হয়।
এবং ভোর ৪টায় কাছিকাটা দশ নম্বর ব্রিজ এলাকায় যানবাহনের পৃষ্ঠ হয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় কারনে কিছু সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে যানচলাচল নিয়ন্ত্রণে আনে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুনমন্তব্য করুন