ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

রংপুরের তারাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

প্রতীকী ছবি

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে বাঁশ কাটাতে বাধা দিতে গিয়ে ওসমান আলী ( ৬৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ভাতিজা সামছুল রহমানের (৩৫) বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর উপজেলার ইকরচালি ইউনিয়নের দোহাজারি বিরাবাড়ি গ্রামে এঘটনাটি ঘটে।

এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা বেগম অভিযুক্ত সামছুল ইসলাম ও তার মা সামছুন্নাহারসহ ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এঘটনায় সামছুল ইসলাম পলাতক থাকলেও তার মা সামছুন্নাহারকে পুলিশ গতকাল শনিবার গ্রেপ্তার করে।

মামলা ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, চাচা ওসমান গনির সাথে দীঘদিন থেকে ভাতিজা সামছুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। গত শুক্রবার সন্ধ্যার পর ভাতিজা সামছুল ইসলাম চাচা ওসমান গনির বাঁশ কাটতে গেলে বাধা প্রদান করেন চাচা ও তার স্ত্রী মনোয়ারা বেগম। এসময় সামছুলসহ তার তিন ভাই এরশাদ, মিজানুর, সাদ্মাদাম ও মা সামছুন্নাহার ওসমান ও তার স্ত্রী মনোয়ারার সাথে কথা কাটাকাটি হতে থাকে।

আরও পড়ুন

এক পর্যায়ে সামছুল ইসলাম হাতে লাঠি নিয়ে তার চাচা ওসমান গনিকে বেধড়ক মারপিট করেন। পরে ওসমানের স্বজনেরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতে নিহতের স্ত্রী মনোয়ারা বেগম থানায় অভিযুক্ত সামছুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধ হত্যা মামলা  করেন।

অভিযুক্ত সামছুল পলাতক থাকলেও মামলার অপর আসামি সামছুন্নাহারকে পুলিশ গ্রেপ্তার করে। তারাগঞ্জ থানার ওসি সাঈদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড