ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

এবার বিচারকের ভূমিকায় মিথিলা

এবার বিচারকের ভূমিকায় মিথিলা, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো বিচারকের ভূমিকায় দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। সম্প্রতি দীপ্ত টেলিভিশনের রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’-এর সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এই শো’তে বিচারক হিসেবে দেখা যাবে জনপ্রিয় এ অভিনেত্রীকে। এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন মিথিলা নিজেই।

এ বিষয়ে রাফিয়াত রশিদ মিথিলা বলেন, ‘অভিনয়ের ক্যারিয়ারের প্রায় দুই দশক হতে চললো। শোবিজের নানা মাধ্যমে বহু বছর ধরে কাজ করছি। কিন্তু এবারই প্রথমবারের মতো আমি বিচারকের আসনে বসতে চলেছি। বেশ এক্সাইটমেন্ট কাজ করছে। শো’টির আইডিয়া ভালো লেগেছে বলেই এর সঙ্গে যুক্ত হয়েছে। আশা করছি সবাই মিলে একটি ভালো মানের শো উপহার দিতে পারবো।’

দুই বাংলাতেই বেশ ব্যস্ত সময় পার করছেন মিথিলা। পাশাপাশি চাকরির সুবাদে ব্যস্ত থাকছেন বিভিন্ন দেশ সফরেও। সংসার, চাকুরি, অভিনয় সবকিছুই এক হাতে সামলাচ্ছেন। মাঝেমধ্যে সিরিজ কিংবা সিনেমার খবর দিয়ে চমকেও দেন ভক্তদের। এবার বিচারকের আসনে দেখা যাবে তাকে। 

আরও পড়ুন

আয়োজকরা জানিয়েছেন, নিবন্ধন প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হবে প্রতিযোগীদের ‘গ্রুমিং’। মিথিলা ছাড়াও এই শোতে প্রধান বিচারকের দায়িত্বে থাকবেন অভিনেতা তারিক আনাম খান এবং নির্মাতা শিহাব শাহীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাকশিল্পকে সুরক্ষা দেওয়াই ছিল মূল অগ্রাধিকার: খলিলুর রহমান

যুক্তরাষ্ট্রে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই

১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ

ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়

রংপুরে চাঞ্চল্যকর গণধর্ষণের পর গৃহবধূর আত্মহত্যা : র‍্যাবের অভিযানে গ্রেফতার ১

তিস্তার পানি বাড়ায় ভোগান্তিতে বানভাসীরা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধে চলছে রান্নার কাজ