বিজয় সেতুপতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ, মুখ খুললেন অভিনেতা

সম্প্রতি দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে বিতর্কের জন্ম দিয়েছেন এক নারী।
রম্য মোহন নামের ওই নারী সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স' (সাবেক টুইটার)-এ অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন।
এতে তিনি দাবি করেন, বিজয় সেতুপতি এক অজ্ঞাতপরিচয় নারীকে বছরের পর বছর ধরে ব্যবহার করেছেন, যার ফলস্বরূপ সেই নারীকে পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছে। প্রাথমিকভাবে এ বিষয়ে নীরব থাকলেও অবশেষে মুখ খুলেছেন বিজয় সেতুপতি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যারা আমাকে চেনেন, তারা এই অভিযোগ শুনে হাসবেন। আমি নিজেকে জানি, আর এ ধরনের নোংরা অভিযোগ আমাকে বিন্দুমাত্র বিচলিত করে না।
রম্য মোহনের এই অভিযোগ সামনে আসার পর বিজয়ের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের মন খারাপ হয়েছে বলে জানান অভিনেতা। তিনি বলেন, ‘টুইটটি পড়ে আমার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা খুব খারাপ বোধ করছিল।
আরও পড়ুনআমি তাদের সবাইকে বুঝিয়েছি যেন এই ধরনের ভিত্তিহীন কথায় গুরুত্ব না দেওয়া হয়। যিনি এমন মন্তব্য করেছেন, তিনি কিছুক্ষণের জন্য হলেও সবার মনোযোগ পেয়েছেন। তাকে এই খ্যাতি উপভোগ করতে দেওয়া হোক।
অভিযোগকারী রম্য মোহন তার টুইটে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে মাদক সেবন ও কাস্টিং কাউচের ব্যাপকতা নিয়েও মন্তব্য করেছিলেন। তিনি লেখেন, ‘আমি এমন একটি মেয়েকে চিনি যার পরিণতি খুবই মর্মান্তিক। যৌন হেনস্তা থেকে শুরু করে অর্থ আত্মসাৎ— সব ধরনের নেতিবাচক কাজের সঙ্গে অভিনেতা জড়িত।
পরে ওই টুইটটি মুছে দেন রম্য। তিনি জানান, যে মেয়েটির ঘটনা তিনি বর্ণনা করেছেন, তার নিরাপত্তার কথা ভেবেই তিনি টুইটটি মুছে দিয়েছেন।
মন্তব্য করুন