ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

চাঁদপুরে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা

চাঁদপুরে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে বিরোধের জেরে সেলিম হোসেন (৪৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌড়েশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম হোসেন ওই গ্রামের কবিরাজ বাড়ির মো. আবুল কালাম কালুর ছেলে। অভিযুক্তের নাম আকবর হোসেন কাজী (৬০)। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

সেলিমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ধানের চারা রোপণের সময় কবিরাজ বাড়ির জাহাঙ্গীরের সঙ্গে একই গ্রামের আজিজ কাজীর ঝগড়া হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনার প্রেক্ষিতে ওই দিন সন্ধ্যায় আজিজের ভাই চান মিয়ার সঙ্গে জাহাঙ্গীরের ভাতিজার (সেলিমের ছেলে) সঙ্গে মারামারি হয়। বিষয়টি জানার পর স্থানীয় ইউপি সদস্য সমাধানের উদ্যোগ নেন।

আরও পড়ুন

কিন্তু, শুক্রবার জুমার নামাজের পর জাহাঙ্গীরের ছোট ভাইয়ের ছেলে সেলিমকে পিটিয়ে আহত করেন আজিজ কাজীর চাচা আকবর কাজীসহ অন্যরা। স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ‘‘মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্নের পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন জুয়ায় হেরে তরুণের ‘আত্মহত্যা

টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ উইকেট নেওয়ার নতুন বিশ্ব রেকর্ড

কিছু দল পণ করেছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না: ফখরুল

নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটিকে বিদায় করে দেওয়া হবে:অতিরিক্ত এসপি

মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতে পারতো না : নাহিদ ইসলাম

ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের