এবার আমুর বাড়িতে ভাঙচুর
_original_1738843519.jpg)
বরিশালে সাবেক মন্ত্রী ও ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমুর পোড়া ও পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।
এর আগে গতকাল বুধবার রাত ২টার দিকে বরিশাল নগরীর বগুড়া রোডের বাড়িটিতে বুলডোজার দিয়ে ভাঙচুর শুরু করা হয়। রাত ৩টার দিকে ভাঙচুর শেষে তাতে আগুন ধরিয়ে দেয় জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ঝালকাঠি শিল্পকলা অ্যাকাডেমির সামনে সাবেক এমপি আমির হোসেন আমুর নামে বেগম ফিরোজা আমির হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ভাঙচুর করেছে ছাত্র-জনতা। পরে তার পোড়া বাসভবনে গিয়ে ভাঙচুর শুরু করে।
আরও পড়ুনতারা আরও জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। এরপর আমুর ঝালকাঠির বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা ও অগ্নিসংযোগ করে। পরে ওই বাড়ি থেকে পোড়া-অক্ষত মিলিয়ে প্রায় চার কোটি টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ বলেন, জুলাই গণহত্যার বিচারের দাবিতে আমরা এ আন্দোলন করছি।
এ বিষয়ে সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, আমরা এখনো কিছু জানতে পারিনি, বিষয়টি খোঁজ নিচ্ছি।
মন্তব্য করুন