অবশেষে বাংলাদেশ স্কোয়াডে যুক্ত হলো হামজার নাম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ স্কোয়াডে যুক্ত হলেন হামজা চৌধুরী। এর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় দলের সদস্য হলেন তিনি। ফিফা’র অনুমতি আগেই মিলেছিল, বাকি ছিল হাভিয়ের কাবরেরার পাঠশালায় নাম লেখানো। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে ৩৮ জনের প্রাথমিক দলে সবচেয়ে বড় নাম শেফিল্ড ইউনাইটেড তারকা হামজা।
রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারত বিপক্ষে ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেন কোচ হাভিয়ের কাবরেরা। দেশের ফুটবলে সাম্প্রতিক সময়ে আলোড়ন তোলা এই শেফিল্ড মিডফিল্ডার ছাড়াও ডাক পেয়েছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলবিয়া এফসি ফুটবলার ১৮ বছর বয়সী ফাহমিদুল ইসলাম। দলে ফিরেছেন জামাল ভূঁইয়া, তারিকরাও। ৩৮ সদস্যের প্রাথমিক দলে নতুন মুখ রয়েছেন ছয়জন।
বড় মিশনের প্রাথমিক স্কোয়াডের শুরুটাও বড়। পুলিশ এফসি ফরোয়ার্ড আল আমিন, মোহামেডান গোলরক্ষক সাকিব আল হাসান, ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত, ফরোয়ার্ড আরিফ হোসেনরাও হামজা-ফাহমিদুলের মতো বাংলাদেশ স্কোয়াডে প্রথমবার। স্কোয়াডে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ৩৬ ফুটবলার আছে। নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্সে তারা জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছে। বাকি দুজনের মধ্যে হামজার পরিচয় নতুন করে দেয়ার কিছু নেই। আর ফাহমিদুলের বয়স কম, তবে তার ইউরোপের অভিজ্ঞতাটা বিশেষ। জামাল ভূঁইয়া, তারিক কাজীরা অনুমেয়ভাবে ফিরেছেন। আর পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন সুশান্ত ত্রিপুরা, মোহাম্মদ ইব্রাহিমরা। ইনজুরির জন্য আপাতত ফেরার পথ বন্ধ বিশ্বনাথ ঘোষের। বছরের প্রথম আন্তর্জাতিক মিশনে রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, শেখ মোরসালিনদের নিতে হবে গোল করার চ্যালেঞ্জ। মধ্যমাঠে হামজা-ফাহমিদুলরা পার্থক্য গড়ার অপেক্ষায়।
আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকায় শুরুর কথা জাতীয় দলের ক্যাম্প। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষে ঢাকা ফিরে ২০ মার্চ ম্যাচ ভেন্যু ভারতের শিলং যাবে বাংলাদেশ দল। এর মাঝে স্কোয়াড নেমে আসবে ২৮ জনে। সৌদির ক্যাম্পে হামজাকে পাবেন না কাবরেরা। ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। বাংলাদেশের প্রাথমিক দল
গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবন, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান।
আরও পড়ুনডিফেন্ডার : হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত।
মিডফিল্ডার : মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।
ফরোয়ার্ড : রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম (ইতালি প্রবাসী)।
মন্তব্য করুন