ভিডিও বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

নাসরের সঙ্গে নতুন চুক্তিতে রোনালদো

নাসরের সঙ্গে নতুন চুক্তিতে রোনালদো, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি করতে যাচ্ছেন পুর্তগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এ বিষয়ে কথাও চূড়ান্ত বলে জানিয়েছেন ক্লাবের এক কর্মকর্তা।

গতকাল সোমবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে আল নাসরের ওই কর্মকর্তার দেওয়া তথ্য মতে, ২০২৬ সালের জুন পর্যন্ত স্টেফানো পিওলির দলে থাকবেন রোনালদো। ক্লাব কর্মকর্তা জানান, চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। তবে এটি এখনও সই হয়নি। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

২০২৩ সালের জানুয়ারিতে ২৫ কোটি ডলারের বিনিময়ে আল নাসরে যোগ দেন রোনালদো। পর্তুগিজ তারকার দেখাদেখি ইউরোপ থেকে আরও অনেকজন তারকা সৌদি আরবের ক্লাবগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হন। এতে মধ্যপ্রাচ্যের দেশটির ক্লাব ফুটবলে নতুন মাত্রা যোগ হয়। সেই ধারাবাহিকতায় ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের স্বত্ব লাভ করে সৌদি। এখন পর্যন্ত আল নাসরের হয়ে ৯০ ম্যাচে ৮২ গোল করা রোনালদো গত আগস্টে জানান, তিনি আল নাসরের সঙ্গেই পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ করতে চান। আগামী দুই তিন বছরের মধ্যেই সেটি হতে পারে। ‘এটি সম্ভবত আল নাসরই হবে, যেখানে আমি খুশি এবং ভালো অনুভব করি’-বলেছিলেন রোনালদো।

আরও পড়ুন

বিশ্বকাপ জয়ের গৌরব অর্জিত না হলেও পাঁচবারের ব্যালন ডি’অর ও চ্যাম্পিয়ন্স লিগজয়ী রোনালদোর সামনে এখনও অনেক রেকর্ডের সুযোগ রয়েছে। ১০০০ পেশাদার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে ছুটতে থাকা রোনালদো এখনও আল নাসরের হয়ে কোনো সৌদি বা মহাদেশীয় শিরোপা জিততে পারেননি। রিয়াদভিত্তিক ক্লাবটির হয়ে ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ তার একমাত্র অর্জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব বাজারে সোনার দাম বেড়ে ফের রেকর্ড সর্বোচ্চ

ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আর নেই

বগুড়ার কাহালুতে একই রাতে আটটি দোকানের ১২ লাখ টাকার মালামাল লুট

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল

বগুড়ার সোনাতলায় চরাঞ্চলে টোপা আর শুকনো মরিচে সয়লাব