ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

ভালোবাসা দিবসে কলেজের বন্ধুর সাথে মিথিলা

ভালোবাসা দিবসে কলেজের বন্ধুর সাথে মিথিলা, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : আগামীকাল ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে রাফিয়াত রশিদ মিথিলা অভিনিত সিনেমা ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানের সিনেমাটির পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। এতে মিথিলার বিপরীতে আছেন এফএস নাঈম। এর আগে নাটক-সিনেমায় নাঈমের সঙ্গে দেখা গেলেও সিনেমায় এবারই প্রথম।

অভিনেত্রী বলেন, ‘জলে জ্বলে তারা’ সিনেমায় মিথিলার বিপরীতে অভিনয় করেছেন নাঈম। অভিনয়ের বাইরেও বাস্তব জীবনে তারা কলেজফ্রেন্ড। বন্ধু সম্পর্কে মিথিলা বলেন, নাঈম এ সিনেমায় মাঝির চরিত্রে অভিনয় করেছেন। নাঈম আমার কলেজজীবনের বন্ধু। ওর সঙ্গে নাটকে অভিনয় করেছি। সিনেমায় দু’জনে প্রথম কাজ করলাম। আমাদের পরিচয় বহু বছর আগে থেকে। নাঈম গোছানো মানুষ। কঠোর পরিশ্রম করতে পারে। নাঈম একজন ভালো মানুষ, সিরিয়াস টাইপের মানুষ। নিজের চরিত্রটি সম্পর্কে জানিয়ে মিথিলা বললেন, সিনেমার চরিত্রে আমি নদীপারের মেয়ে। নদীর পারে সার্কাস দেখাই, যার কিছুই নেই। একেবারেই অন্যরকম গল্প। ভিন্ন একটি চরিত্র। এমন গল্পে ও চরিত্রে আগে কখনও আমাকে দেখা যায়নি। শুটিং করেছি কালীগঙ্গা নদীর পারে। নদীতেও দৃশ্য ছিল আমার। নৌকায় করে সেসব দৃশ্যের কাজ হয়েছে।

আরও পড়ুন

 সিনেমায় দেখা যাবে ‘তারা’ নামের মেয়েটি সার্কাসে কাজ করে। নারীকেন্দ্রিক গল্প। তা এমন চরিত্রটি করতে কতটা চ্যালেঞ্জিং ছিল, জানতে চাইলে মিথিলা বলেন, অনেক চ্যালেঞ্জিং ছিল। কেননা, নৌকার দৃশ্যগুলো সত্যিই চ্যালেঞ্জিং ছিল। অনেক দিন ধরে শুটিং করেছি। রোদের মধ্যে শুটিং করতে কষ্ট হয়েছে। তারপরও শিল্পের প্রয়োজনে কাজ করেছি। তারা চরিত্রটি নিজের ভেতরে ধারণ করাটাও কঠিন ছিল। এমন জীবন কখনও দেখিনি। সেটিই পর্দায় ফুটিয়ে তোলার জন্য কাজ করতে হয়েছে।’

সিনেমাটিতে মিথিলার বাবার চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মায়ের চরিত্রে মুনিরা মিঠু। আরও আছেন আজাদ আবুল কালাম ও শাহেদ আলী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি’র সুসময়ে অনেক ঘুঘু কাছে ভিড়বে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে : তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জের চাঁ‘নবাবগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেফতার

দিনাজপুরের বিরলে তরুণীর প্রেমে মগ্ন চীনা যুবক বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে

গত সরকারে যারা ছিল তারা পালিয়ে গেছেন, মূল কারণ দুর্নীতি : জয়পুরহাটে দুদক চেয়ারম্যান

বগুড়ায় বার্মিজ চাকুসহ কলেজ শিক্ষক গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় বিশেষ ক্ষমতা আইনে ইউপি চেয়ারম্যান রাজু গ্রেফতার