ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরের বিরামপুরে আধাকিলোমিটার রাস্তাজুড়ে রক্তের ফোঁটা এলাকায় চাঞ্চল্য 

দিনাজপুরের বিরামপুরে আধাকিলোমিটার রাস্তাজুড়ে রক্তের ফোঁটা এলাকায় চাঞ্চল্য, ছবি: সংগৃহীত

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের বিরামপুর উপজেলায় আধা কিলোমিটার রাস্তাজুড়ে রক্তের ফোঁটা দেখেন পথচারীরা। সেই রক্তের ফোঁটা গিয়ে শেষ হলো ভুট্টাক্ষেতে। সেখানে ক্ষেতের পাশেই মিলল রশি, রক্তমাখা লাঠি, সিমকার্ডসহ মোবাইলফোন, পেট্রোল ভর্তি দুটি বোতল। খবর পেয়ে আলামত সংগ্রহ করে পুলিশ। এই আলামতে একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের সন্দেহ হলেও কোনো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত শনিবার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের পলিখিয়ার মামুদপুর ফুলডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফুলডাঙ্গা এলাকায় আঞ্চলিক সড়কের উত্তর পাশে একটি ভুট্টাক্ষেতের পাশে কাজ করছিলেন স্থানীয় কয়েক ব্যক্তি। সেখানে বেশ কিছু ভুট্টার গাছ ভাঙা অবস্থায় দেখতে পেয়ে কাছে গিয়ে রক্তমাখা বাঁশের লাঠি, সিমকার্ডসহ একটি মোবাইলফোন দেখতে পায়। এছাড়াও পাশে রক্তমাখা একটি দড়ি এবং দুই বোতল পেট্রোল পড়ে থাকতে দেখেন। পরে আধা কিলোমিটার পাকা সড়কের ওপর রক্তের ফোঁটা দেখতে পায় এলাকাবাসী।

দুপুরে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা বাঁশের লাঠি, ভুট্টাক্ষেতে পড়ে থাকা রক্তের নমুনা, একটি বোতাম, সিমকার্ডসহ মোবাইলফোন এবং পাকা সড়কের পাশ থেকে রক্তমাখা নাইলন দড়ি জব্দ করেন।

আরও পড়ুন

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড কিনা তদন্ত চলছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার

জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে সড়কের গাছ নিলাম নিয়ে আদালতে মামলা

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাঁচ হাজার শিক্ষার্থীকে নিজামী ফাউন্ডেশনের ক্যারিয়ার গাইড প্রশিক্ষণ প্রদান

বগুড়ার ধুনটে কিশোর গ্যাংয়ের আতংকে ৫০ পরিবারের মানববন্ধন