ভিডিও রবিবার, ২৫ মে ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯টি অবৈধ ইটভাটায় ৪০ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯টি অবৈধ ইটভাটায় ৪০ লাখ টাকা জরিমানা। ছবি : দৈনিক করতোয়া

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অবৈধ মোট ১১টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১টি ইটভাটা সম্পূর্ণ ভেঙে দিয়ে আরেকটি ইটভাটা বন্ধ করা ঘোষণা এবং জেলা সদর ও উপজেলার ৯টি ইটভাটায় মোট ৪০ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের তথ্য সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলায় মোট ইটভাটা রয়েছে ৫৯টি তার মধ্যে ২২টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে। বাকি ৩২ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র না থাকায় গতকাল সোমবার বেলা ১১ টার দিকে ঢাকা সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী সচিব, আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় মেসার্স জেনিন ব্রিকসের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভেকু মেশিন দ্বারা ইটভাটাটির কিলন চিপনী সম্পূর্ণ ভেঙে দেয়া হয়। এরপর দিন ব্যাপী রায়গঞ্জ উপজেলায় ৯টি ও জেলা সদর উপজেলায় ১টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৪০ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, পরিদর্শক মো. শাহিন আলম প্রমুখ। ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা কাজে সহযোগিতা করেন র‌্যাব-১২ সদস্য, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্য।

আরও পড়ুন

জরিমানা প্রদানকারী ইটভাটাগুলো হলো- মেসার্স রাইন ব্রিকস ৬ লাখ টাকা , মেসার্স সান ব্রিকস ৫ লাখ টাকা, মেসার্স হানিফ ব্রিকস ৪ লাখ টাকা, সুপার ব্রিকস ২ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স হিরো ব্রিকস ৫ লাখ  টাকা, মেসার্স সুরমা ব্রিকস ৫ লাখ টাকা, মেসার্স এইচ আলী ব্রিকস ৫ লাখ টাকা, মেসার্স এইচ এস ব্রিকস ৫ লাখ টাকা, মেসার্স রেজা ব্রিকস ২ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স আলফা ব্রিকস ২ লাখ ৫০ হাজার টাকা। এনিয়ে সর্বমোট ৪০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ সংশোধিত (আইন ২০১৯) এর আলোকে অবৈধ ইটভাটার ওপর মোবাইল কোর্ট পরিচালনাকালে বর্ণিত আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করে অবৈধ ইটভাটা পরিচালনার করার অপরাধে, এসব ইটভাটায় জরিমানা করা হয় তবে অনুমোদনবিহীন সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মাদক মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন 

দিনাজপুরের হিলিতে কোরবানির আগে ক্ষতির মুখে খামারিরা

চাকরির ক্ষেত্রে লটারি নেই শিক্ষার্থী ভর্তিতে লটারি থাকবে কেন : সাবেক এমপি আকবর আলী

হাতুড়ি পেটানোর ঠুকঠাক শব্দে মুখর নওগাঁর কামার পল্লী

বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ বগুড়ার সমাবেশে

পাবনার চাটমোহরে নদী থেকে নিখোঁজ যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার