ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

 নারায়ণগঞ্জে জমির বিরোধে গুলি; আহত ১

 নারায়ণগঞ্জে জমির বিরোধে গুলি; আহত ১

নিউজ ডেস্ক:   নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টেকনোয়াদ্দা এলাকায়  জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ওপর গুলি চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাসেল আহমেদ (৩৩) নামের এক যুবক আহত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে। অভিযুক্তের নাম হারুন-অর-রশিদ। তার গ্রামের বাড়ি কুমিল্লা। তবে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে রূপগঞ্জে বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি টেকনোয়াদ্দা এলাকার আক্কাস আলী গংদের কাছ থেকে কিছু জমি কিনেন হারুন-অর-রশিদ। একই ব্যক্তিদের কাছ থেকে একই দাগে জমি কিনেন বাড়িয়াছনি গ্রামের সিরাজ আহমেদের ছেলে শামীম আহমেদ।

বুধবার টেকনোয়াদ্দা মৌজার জমির জরিপ কাজে সংশ্লিষ্ট কর্মকর্তারা টেকনোয়াদ্দা এলাকায় আসেন। খবর পেয়ে হারুন-অর-রশিদ ও শামীম আহমেদ টেকনোয়াদ্দা আসেন। এ সময় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হারুন-অর-রশিদের সঙ্গে শামীম আহমেদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

আরও পড়ুন

খবর পেয়ে হারুন-অর-রশিদের সমর্থিতরা দেশীয় অস্ত্র নিয়ে শামীম আহমেদের লোকজনদের ওপর হামলা চালায়। এ সময় হারুন-অর-রশিদের মোবাইল ছিনিয়ে নেয় শামীম আহমেদের লোকজন। এতে হারুন-অর-রশিদ উত্তেজিত হয়ে শামীম আহমেদকে লক্ষ্য করে গুলি করেন। কিন্তু, সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শামীম আহমেদের সঙ্গে থাকা রাসেল আহমেদের ডান পায়ে লাগে। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে হারুন-অর-রশিদ বলেন, ‘‘আমার কেনা জমি সার্ভেয়ারকে দেখাতে গেলে শামীমসহ কয়েকজন বাধা দেয় ও মারধর করে। এ সময় আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আমার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। এ সময় আত্মরক্ষায় নিজের নামে লাইসেন্স করা পিস্তল দেখিয়ে মোবাইল দিতে বলি। তবে, কোনো গুলি চালানো হয়নি।’’
এদিকে, এ ঘটনায় হারুন-অর-রশিদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭ থেকে ৮ জননের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন শামীম আহমেদ।

রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, ‘‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস