ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

সাত কলেজের ৫ শিক্ষাবর্ষের পরীক্ষার সময় পরিবর্তন

সংগৃহীত,সাত কলেজের ৫ শিক্ষাবর্ষের পরীক্ষার সময় পরিবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পাঁচটি শিক্ষাবর্ষের চলমান চূড়ান্ত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সাত কলেজের ফোকাল পয়েন্ট ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ১ মার্চ থেকে রমজান শুরু হবে। সে জন্য শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এরইমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও নতুন সময় প্রকাশ করা হয়েছে। সময় পরিবর্তনের বিষয়টি এরইমধ্যে প্রতিটি পরীক্ষার কক্ষে নোটিশ দিয়ে জানানো হয়েছে।

আরও পড়ুন

অন্যদিকে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকেও বিজ্ঞপ্তি দিয়ে নতুন সময় প্রকাশ করা হয়েছে। পরীক্ষানিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজের অধ্যক্ষের সুপারিশের পরিপ্রেক্ষিতে রোজা উপলক্ষে ১ মার্চ থেকে অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান নিম্নলিখিত পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে সকাল ১০টা থেকে শুরু হবে।
 
এর মধ্যে ২০২৩ সালের স্নাতক দ্বিতীয় বর্ষের (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) এবং ২০২৩ সালের স্নাতক তৃতীয় বর্ষের (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) চূড়ান্ত পরীক্ষা দুপুর সাড়ে ১২টার পরিবর্তে সকাল ১০টায় শুরু হবে। সেইসাথে ২০২৩ সালের স্নাতকোত্তর শেষ পর্ব, ২০২২ সালের স্নাতকোত্তর শেষ পর্ব (জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী) এবং ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা সকাল ৯টার পরিবর্তে সকাল ১০টায় শুরু হবে বলেও জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব