ভিডিও রবিবার, ০৩ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে একই দিনে দুই উপজেলার পৃথক স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার  দিবাগত রাতে জেলার বেলকুচি উপজেলার শাহ্পুর ও রাজাপুর গ্রাম থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন সকালে রায়গঞ্জের একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কানাই লাল সাহার ছেলে সুভাষ চন্দ্র সাহা, একই উপজেলার শাহপুর গ্রাম থেকে বগুড়া জেলার ধুনট উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল মমিন এবং রায়গঞ্জের একটি ধান থেকে উদ্ধারকৃত মরদেহের কোন পরিচয় পাওয়া যায়নি।

সকালে বেলকুচি থানার অফিসার ইনচার্জ জাকারিয়া হোসেন ও রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান  এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বেলকুচি উপজেলার রাজাপুর গ্রাম থেকে সুভাষ চন্দ্রের মরদেহ একটি গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ও আব্দুল মমিন নামের এক শ্রমিকের মরদেহ তাঁতমেশিনের সাথে কাপড়ে জড়ানো অবস্থায় পাওয়া যায়। এছাড়া উদ্ধারকৃত ব্যক্তির মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এদিকে বেলকুচি থানার অফিসার ইনচার্জ জাকারিয়া জানান, রোববার  দিবাগত রাতে এই ঘটনাগুলো ঘটে। ঘটনাস্থল থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত)  আসাদুজ্জামান জানিয়েছেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে আমরা ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় এনেছি। মৃত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে সড়কে যান চলাচল বন্ধ

আজ ঢাকায় ৩ কর্মসূচি ঘিরে ডিএমপি’র যান চলাচলে বিশেষ নির্দেশনা

মাইলস্টোন খুলছে আজ

রংপুরে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় আরো ১ জন আসামী গ্রেফতার

রংপুর অঞ্চলে পাইপলাইন স্থাপন সম্পন্ন অপেক্ষা শুধু গ্যাস সংযোগের

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার