ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

রাজধানীতে বাড়ির সামনে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীতে বাড়ির সামনে যুবককে কুপিয়ে হত্যা, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় পূর্বশত্রুতার জেরে মো. ইকবাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে যাত্রাবাড়ীর বিবির বাগিচা ছাপড়া মসজিদ এলাকার একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনরা ইকবালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী কুলসুম আক্তার জানান, তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নারায়ণপাশা গ্রামে। তার স্বামী একসময় এলাকায় ছিনতাই, জুয়া ও মাদকের সঙ্গে জড়িত ছিলেন। তবে বিয়ের পর এসব ছেড়ে দিয়ে তিনি অটোরিকশা চালানো শুরু করেন। তিনি আরও জানান, একই এলাকার উজ্জ্বলের সঙ্গে তার স্বামীর একসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু উজ্জ্বল ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় ইকবাল তার সঙ্গ ত্যাগ করেন। এরপর থেকেই উজ্জ্বল ও ইকবালের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। উজ্জ্বল দীর্ঘদিন কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে মুক্ত হন। মঙ্গলবার রাতে উজ্জ্বল ফোন করে ইকবালকে ডেকে নেন। পরে বাসার সামনে উজ্জ্বলসহ কয়েকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তার চিৎকার শুনে কুলসুম বাইরে এসে স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় মো. জাহিদ হাসান রাজু (৩০) নামে এক ভাঙারির দোকানের কর্মচারী ইকবালকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে সংবাদ পেয়ে গুরুতর আহত অবস্থায় ইকবালকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই: সালাহউদ্দিন

হারুন-বিল্পবের বিরুদ্ধে মামলা করেছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন

জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে: রিজভী