ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

‘সে প্রাক্তন নয়, শত্রু’

‘সে প্রাক্তন নয়, শত্রু’, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতিই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন এ অভিনেত্রী। শোবিজে অভিষেকের পর জীবনে অপ্রত্যাশিত ঘটনার শিকার হয়েছেন তিনি। প্রেমজীবন নিয়ে কয়েকবার আলোচনায় এসেছেন। এরমধ্যে ইন্ডাস্ট্রির সহকর্মী তারকা মনোজের সঙ্গে প্রেমের গুঞ্জনও উঠেছিল। যে সম্পর্কের বিষয়টি একদম স্পষ্ট করেই অস্বীকার করেছেন প্রভা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী। সেখানে মনোজের সঙ্গে প্রেম নিয়ে তিনি বলেন, মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না। কিন্তু এটা প্রচলিত ছিল যে, আমাদের প্রেম আছে। এ জন্য মনোজের সঙ্গে আমার স্বাভাবিক সম্পর্কও নষ্ট হয়ে যায়। অভিনেত্রী প্রভা বলেন, আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল। যেসবের আংশিক সত্যি ছিল, বাকিটুকু মিথ্যা ছিল। তবে আমি যেসব বেশ জোড় গলায় মিথ্যা বলেছি বা অস্বীকার করেছি, সেসব গুজবই ছিল। তিনি জানান, তার জীবনে কয়েকবার প্রেম এসেছে। যদিও সম্পর্কের একটা সময় মনে হয়েছে, হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেয়া সম্ভব হবে না দু’জনের। ওই সময় আর একসঙ্গে থাকা হয়নি।

এসময় নিজের প্রথম প্রেম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রভা। তিনি বলেন, আমি জীবনের প্রথম প্রেমকে প্রাক্তন মনে করি না। আমি মনে করি, সে প্রাক্তন নয়, শত্রু। কেননা, প্রাক্তন কখনো এতটা হিংস্র হতে পারে না। আমার কাছে যিনি অস্বস্তিকর, তিনি আমার প্রাক্তন হতে পারে না। তারপরও যাদের সঙ্গে সম্পর্ক রয়েছে আমার, তাদের সঙ্গে সুন্দর মুহূর্ত আছে। এতে আমি গুণবান প্রাক্তনদের সঙ্গে তাকে তুলনাই করতে চাই না। প্রভা বলেন, আমার কাছে প্রাক্তন শব্দটা ভীষণ প্রিয় একটা শব্দ। যে মানুষটির সঙ্গে খারাপ কিছু ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে। এর সঙ্গে সুন্দর ঘটনাও তো আছে। প্রাক্তন শব্দটা আমার কাছে একটা সুন্দর নাম। এর সঙ্গে সুন্দর মুহূর্ত ছিল। আমার জন্য রাতের বেলায় দাঁড়িয়েছিল, অনেক কিছুই করেছে। অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে।

আরও পড়ুন

এদিকে অভিনেত্রী প্রভা এখন নিজেকে মেকআপ আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিত। বিশ্বের বহুল জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িত প্রতিষ্ঠানটির নাম। সেই প্রতিষ্ঠানেই কাজ করতে দেখা গেছে প্রভাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ, আহত ১

১৮ জুলাই মোবাইলে ১ জিবি ইন্টারনেট ফ্রি

বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

নির্বাচনে শাপলা প্রতীক নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত

কুড়িগ্রামের উলিপুরের চরাঞ্চলের গ্রাহকরা সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে