ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

মেক্সিকো-কানাডার পণ্যে ২৫ শতাংশ শুল্কারোপ ট্রাম্পের

মেক্সিকো-কানাডার পণ্যে ২৫ শতাংশ শুল্কারোপ ট্রাম্পের, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে শুল্ক আরোপে কঠোর নীতি অবলম্বন করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার সেই শুল্ক নীতি থেকে বাদ পড়েনি যুক্তরাষ্ট্রের দুই প্রতিবেশী মেক্সিকা ও কানাডাও। এই দুই দেশের পণ্যে এবার ২৫ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা তিনি ট্রাম্প।

বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে মেক্সিকো ও কানাডিয়ান সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ ক্রসিং হ্রাস পেয়েছে বলে জানান ট্রাম্প। তবে এরপরও দুই প্রতিবেশীর ওপর ট্যাক্স ধার্য করা থেকে নিজেকে বিরত রাখবেন না বলে ঘোষণা দেন তিনি। ট্রাম্প বলেন, ফেন্টানাইলের কারণে আমরা লক্ষ লক্ষ মানুষ হারিয়েছি। এর বেশিরভাগই আসে চীন থেকে। তবে এটি আসে মূলত মেক্সিকো এবং কানাডার মাধ্যমে। আমি আপনাদের বলতে চাই, ২ এপ্রিল থেকে শুল্ক ধার্য চলবে...। আপনারা এমন কিছু দেখতে যাচ্ছেন, যা আশ্চর্যজনক হতে চলেছে।’এর আগে কানাডা ও মেক্সিকো থেকে বেআইনি সীমান্ত ক্রসিং ও ফেন্টানাইলের প্রবাহ বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন ট্রাম্প। সেই সঙ্গে ৩০ দিনের জন্য শুল্ক আরোপ না করার সিদ্ধান্ত জানান। যা আগামী ৪ মার্চ শেষ হতে চলেছে। তাই ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল সীমান্ত ক্রসিং ৯০ শতাংশ হ্রাস পাওয়ায় ট্রাম্প শুল্ক আরোপ বিরতি চালিয়ে যাবেন কিনা। যার উত্তরে ট্রাম্প বলেন, ‘আমি শুল্ক বন্ধ করছি না। সীমান্তের ওপর দিয়ে আসা ফেন্টানাইলের কারণে লক্ষাধিক মানুষ মারা গেছে... হ্যাঁ, তারা ভাল হয়েছে, তবে বেশিরভাগই আমাদের কারণে।’ 

ট্রাম্পের এমন মন্তব্যের পর কানাডার উদ্ভাবন মন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন জানিয়েছেন, কানাডা এখন ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশের জন্য অপেক্ষা করবে। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এখনও শুল্ক এড়ানো, প্রয়োজনে সাসপেনশন বাড়ানো। এর জন্য আমরা প্রস্তুত। একটি লক্ষ্যযুক্ত, কৌশলগত কিন্তু দৃঢ় প্রতিক্রিয়া হবে যদি ট্রাম্প শুল্ক আরোপ করেন।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তানকে ‘থামার’ আহবান জানালেন ডোনাল্ড ট্রাম্প

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

উত্তরায় মাদক সেবনের টাকার জন্য স্ত্রীর শরীরে আগুন দিলো স্বামী

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী 

‘গণহত্যার বিচার না হলে আরও ভয়ংকর রূপে ফিরবে ফ্যাসিবাদ’

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ