ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

ব্যবধান বাড়াল বায়ার্ন মিউনিখ

ব্যবধান বাড়াল বায়ার্ন মিউনিখ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আগের মৌসুমে এককভাবে দাপট দেখিয়ে শিরোপা জিতেছিলো বায়ার লেভারকুসেন। পুরো মৌসুমে জাবি আলোনসোর শিষ্যরা ছিল অপরাজিত। এবার আর তেমন অবস্থা নেই। অনেকগুলো ম্যাচ ড্র এবং হারের কারণে বায়ার্ন মিউনিখের অনেক পেছনে পড়ে দলটি।

জার্মান বুন্দেসলিগায় এবার বায়ার্ন মিউনিখ ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে। শুক্রবার রাতে স্টুর্টটগার্টের মাঠে গিয়ে স্বাগতিকদেরকে ১-৩ গোলে হারিয়েছে ভাবারিয়ানরা। এই জয়ের ফলে বায়ার লেভারকুসেনের সঙ্গে ১১ পয়েন্টের ব্যবধান তৈরি করলো বায়ার্ন। ২৪ ম্যাচে বায়ার্ন মিউনিখের পয়েন্ট ৬১। ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বায়ার লেভারকুসেন। এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট ৪২ পয়েন্ট নিয়ে রয়ছেন তৃতীয় স্থানে।

আরও পড়ুন

ঘরের মাঠে প্রথমে গোল দিয়ে এগিয়ে গিয়েছিলো স্টুর্টগার্ট। ৩৪ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেয়ার গোলটি করেন অ্যাঞ্জেলো স্টিলার। পিছিয়ে পড়ে জ্বলে ওঠে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। ৪৫তম মিনিটে মিকায়েল ওলিসির গোলে প্রথম সমতায় ফেরে বায়ার্ন। দ্বিতীয়ার্ধে গিয়ে আরও দুটি গোল করে তারা। ৬৪ মিনিটে লিওনে গোরেৎজকা এবং ৯০ মিনিকে কিংসলে কোম্যান গোল করে বায়ার্নের ১-৩ গোলে জয় নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে সড়ক অবরোধ

ভোলায় বাংলাদেশি তরুণীর প্রেমে চীনা যুবক, ধুমধামে বিয়ে

সিরাজগঞ্জের তাড়াশে আগাছানাশক ছিঁটিয়ে বোরো ধানক্ষেত বিনষ্ট

ভারতে অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’ এর ওয়েবসাইট বন্ধ

স্কুলে শিক্ষার্থীদের শেখ হাসিনার পক্ষে স্লোগান, ভিডিও ভাইরাল

রাত ৮টার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়