বগুড়ায় স্ত্রীর হাতে স্বামী ছুরিকাহত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় সাবেক স্ত্রীর ভাড়া করা দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহন মিয়া (২৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৩ মার্চ) বিকেলে সদরের সাবগ্রামের আকাশতারা এলাকায় জুট মিলের পাশে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মোহন বগুড়া শহরের নিশিন্দারা পাইকপাড়া এলাকার নয়া মিয়ার ছেলে।
আহত মোহনের স্বজনরা জানান, মোহনের সাবেক স্ত্রী খুকি বেগম কৌশলে দুপুরের দিকে মোবাইল ফোনে তাকে ডেকে পাঠান। সেখানে গেলে খুকি বেগমের সাথে থাকা কয়েক যুবক তাকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। একজন রিকশাচালক মোহনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরও পড়ুনবগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, মোহন পুলিশের তালিকাভুক্ত চোর। তার সাবেক স্ত্রী খুকি বেগম তালিকাভুক্ত মাদককারবারি। ঘটনার পর থেকে খুকি বেগম পলাতক। প্রাথমিকভাবে জানা গেছে তাদের বিবাহ বিচ্ছেদের জের ধরে খুকি বেগম কৌশলে মোহনকে ডেকে নিয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটায়।
মন্তব্য করুন