এইচপির দায়িত্বে ফিরছেন ডেভিড হেম্প

স্পোর্টস ডেস্ক: হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচের দায়িত্ব নিয়েই বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হচ্ছেন ডেভিড হাম্প। জাতীয় দলের সঙ্গে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ছিলেন ডেভিড হেম্প। এরপর থেকে অনেকটা আড়ালেই যেন আছেন টাইগার এই ব্যাটিং কোচ।
গেল বছরের শেষ দিক থেকেই বাংলাদেশে নেই হেম্প। ছুটি কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। তবে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে হেম্পের চুক্তি রয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। যে কারণে এই কোচকে আবারও দেশে ফিরিয়ে আনছে বিসিবি। হেম্প যখন বাংলাদেশে আসেন তখন দায়িত্ব পালন করেন হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচের।
পরে তাকে জাতীয় দলের ব্যাটিং কোচের পদে যোগ করা হয়। সর্বশেষ আবারও এইচপির হয়ে কাজ করবেন হেম্প। বিসিবির এইচপি ইউনিটের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। আসন্ন নতুন ক্যালেন্ডারে এইচপির সঙ্গে দেখা যাবে তাকে। য
আরও পড়ুনকবে নাগাদ হেম্প বাংলাদেশে আসবেন সেটিও জানা যায়নি। এদিকে বর্তমানে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
মন্তব্য করুন