ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

হামজার দেশে আসার দিনক্ষণ চূড়ান্ত

হামজার দেশে আসার দিনক্ষণ চূড়ান্ত, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশে আগমনের তারিখ নিশ্চিত হওয়া গেছে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে হতে যাওয়া ম্যাচের জন্য বাংলাদেশ দলে প্রাথমিকভাবে নির্বাচিত এই ফুটবলার ১৭ মার্চ সকালে সরাসরি লন্ডন থেকে সিলেটে পৌঁছাবেন। পৈতৃক নিবাস হবিগঞ্জে একদিন কাটানোর পর পরদিন ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনেকদিন ধরেই হামজার আগমনের প্রস্তুতি নিচ্ছিল। মঙ্গলবার (৪ মার্চ) জাতীয় দল কমিটির বৈঠকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। টিম হোটেলে অনুষ্ঠিত ওই সভায় জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, সহ-সভাপতি ফাহাদ করিম এবং জাতীয় দল কমিটির একাধিক সদস্য উপস্থিত ছিলেন। হামজা চৌধুরী ও তার পরিবারের ইচ্ছে ছিল, বাংলাদেশে এসে একদিন হবিগঞ্জে কাটানো। সে কারণেই তিনি সরাসরি ঢাকায় না এসে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে নামার সিদ্ধান্ত নিয়েছেন। বাফুফে তাকে বিজনেস ক্লাস টিকিটের ব্যবস্থা করেছে এবং তার সঙ্গে স্ত্রী ও সন্তানও আসছেন।

এদিকে, ভারত ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দল সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্প করবে। সেখানে অনুশীলনের পাশাপাশি কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সুদানের নাম সামনে এসেছে। সৌদির তায়েফ শহরে ক্যাম্প করার কথা থাকলেও, এখনও অনুশীলন মাঠ ও হোটেল চূড়ান্ত করতে বাফুফে সৌদি ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করছে। সন্ধ্যায় কিংস অ্যারেনায় অনুশীলন করছে জাতীয় দল। সৌদি ক্যাম্প শেষ করে ১৭ মার্চ রাতে তারা দেশে ফিরবে। একই দিনে হামজাও সিলেটে পৌঁছাবেন, ফলে তার বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি সুন্দরভাবে পরিকল্পিত হয়েছে। এখন বাফুফে তার সংবর্ধনা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী পদক্ষেপ নিচ্ছে।

আরও পড়ুন

বাংলাদেশ-ভারত ম্যাচের প্রস্তুতি নিয়ে ইতোমধ্যে বাফুফে সভাপতি ও ভারতীয় হাইকমিশনারের মধ্যে বৈঠক হয়েছে। জাতীয় দল নিয়ে আশাবাদী বাফুফে, আর হামজার অন্তর্ভুক্তি যে দলে নতুন মাত্রা যোগ করবে, তাতে কোনো সন্দেহ নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগে গণজমায়েতের ডাক

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার 

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম