ভিডিও মঙ্গলবার, ১৩ মে ২০২৫

জিনিস লাগবে, জিনিস, কয়টা লাগবে...

বগুড়ার হাড্ডিপট্টিতে মাদক ব্যবসা থামছেই না

বগুড়ার হাড্ডিপট্টিতে মাদক ব্যবসা থামছেই না। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান মাসেও বগুড়ায় মাদক কারবার থেমে নেই। আরও বেপরোয়া হয়ে উঠেছে মাদক কারবারিরা। প্রকাশ্যে তারা মাদকের কারবার চালিয়ে যাচ্ছে। বিশেষ করে শহরের চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় মাদক ব্যবসা থামছেই না। সেখানে রেল লাইনের ওপর যেন মাদকের হাট বসে। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত হাড্ডিপট্টির বিভিন্ন স্পটে মাদকের কারবার চলে।

সেউজগাড়ী এলাকার মুসুল্লিরা বলেন, তারা অনেকে রেল লাইন পার হয়ে হাড্ডিপট্টিতে আন্ত:থানা বাস টার্মিনাল সংলগ্ন মসজিদে তারবারি নামাজ পড়তে যান। আবার অনেক বাসযাত্রী ও সাধারন মানুষ রেল লাইন অতিক্রম করে হাড্ডিপট্টিতে যান। যাওয়ার পথে মাদক কারবারিরা চিনতে না পেয়ে তাদের মাদকসেবী ভেবে বিব্রত করে। এ সময় তারা বলে ‘জিনিস লাগবে, জিনিস, কয়টা লাগবে, ইয়াবা, গাঁজা, ট্যাপেন্টাডল সবই আছে। এতে  বিব্রত ও অসম্মানিত হন সবাই।

খোঁজ নিয়ে জানা যায়, পবিত্র রমজান মাসেও হাড্ডিপট্টির বিভিন্ন মাদক স্পট চালু আছে। হাড্ডিপট্টির কয়েকটি বস্তি,অলিগলিতে রমরমা মাদকের কারবার চলে। এছাড়া হাড্ডিপট্টিতে রেল লাইনের ওপর ও রেল লাইনের আশে পাশে মাদকের রীতিতমত হাট বসে। সেখানে নারী ও ট্কোাই মাদক কারবারিরা মাদকের ব্যবসা করে। সেখানে সব বয়সী মাদক সেবনকারিরা এসে মাদক সংগ্রহ করে।

সেখান মাদক সংগ্রহ করে স্কুল ছাত্র, কিশোর, যুবা অনেকে। মাদক কারবারিরা হাড্ডিপট্টি রেল লাইন পেরিয়ে সেউজগাড়ী আমতলা মোড়ে এসেও ইয়াবা,ট্যাপেন্টাডল ও গাঁজা বিক্রি করে। তারা পুলিশ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এলাকাবাসি কাউকে তোয়াক্কা করে না। গত বুধবার শান্তিপ্রিয় একদল এলাকাবাসি মাদক বিক্রির প্রতিবাদ করে। কিন্তু মাদক কারবারিরা উল্টো প্রতিবাদি লোকজনদের শাসায়। পড়ে অবশ্য এলাকাবাসির প্রতিরোধের মুখে মাদক কারবারিরা সটকে পড়ে।

আরও পড়ুন

খোঁজ নিয়ে আরও জানা যায়, শুধু হাড্ডিপট্টিই নয়, সেউজগাড়ী আমতলা রেলওয়ে বস্তি, সেউজগাড়ী পালপাড়া, রেল স্টেশন সড়কে হরিজন কলোনীর আশেপাশে, চকসুত্রাপুর হরিজন কলোনীর সামনে, পুরান বগুড়া, উত্তর চেলোপাড়া, মালগ্রাম, সুলতানগঞ্জপাড়া, ঘোনপাড়া, কাটনারপাড়া, ফুলবাড়ি, চকসুত্রাপুরসহ শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন স্পটে মাদকের কারবার চলছে।

এ ছাড়া অনলাইনে মাদক কেনা বেচা চলে। মাদক কারবারিদের খপ্পড়ে পড়ে যুব সমাজ ধংস হয়ে যাচ্ছে। র‌্যাব,পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের অভিযানের পরও মাদক কারবার থেমে নেই। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও ট্রাফিক) জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই মাদক কারবারিদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হচ্ছে। মাদক নির্মূলে এলাকাবাসির সহযোগিতার প্রয়োজন আছে।

এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মো: রাজিউর রহমান বলেন, বগুড়ায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান চলছে। মাদক নিমূর্লে এ অভিযান আরও জোরদার করা হয়েছে। প্রায়ই মাদকের চালানসহতালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হচ্ছে। এ ব্যাপারে জনসাধারণকে সহযোগিতা করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে যেন থেমে না যায় স্বপ্ন—শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা রবিউল আউয়াল

জবিতে বাজেট ও আবাসন ভাতার দাবিতে শিক্ষার্থীদের গেটলক কর্মসূচি

সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার

বগুড়ার সোনাতলায় শতাধিক নলকূপ বিকল মেরামতের উদ্যোগ নেই

দিনাজপুরের বিরলে বন খেজুর গাছের সন্ধান

বগুড়ার ধুনট থানায় অভিযোগ দিতে এসে আওয়ামী লীগ নেতা গ্রেফতার